www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্মৃতি

আমি যেদিন হারিয়ে যাবো
না ফিরিবার দেশে ।
আমার স্মৃতি বুকে নিয়ে
মরবে ধুকে শেষে ।
এদিক ওদিক ছায়ার মত
ঘুরবে আমার স্মৃতি ।
দেখবে সেদিন আমার প্রতি
জাগবে তোমার প্রিতি ।
যখন তুমি থাকবে দুখে
একলা ঘরের কোনে ।
হঠাত্‍ সেদিন দেখবে আমায়
পরবে তোমার মনে ।
যখন তোমার থাকবেনা আর
অসীম সুখের গেহো ।
আমার স্মৃতি ছাড়া সেদিন
থাকবেনা আর কেহ ।
হয়তো সেদিন খুজবে আমায়
পাগল পারা হয়ে ।
কেমনে বলো পাবে সেদিন
সময় দিয়ে বয়ে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast