স্মৃতি
আমি যেদিন হারিয়ে যাবো
না ফিরিবার দেশে ।
আমার স্মৃতি বুকে নিয়ে
মরবে ধুকে শেষে ।
এদিক ওদিক ছায়ার মত
ঘুরবে আমার স্মৃতি ।
দেখবে সেদিন আমার প্রতি
জাগবে তোমার প্রিতি ।
যখন তুমি থাকবে দুখে
একলা ঘরের কোনে ।
হঠাত্ সেদিন দেখবে আমায়
পরবে তোমার মনে ।
যখন তোমার থাকবেনা আর
অসীম সুখের গেহো ।
আমার স্মৃতি ছাড়া সেদিন
থাকবেনা আর কেহ ।
হয়তো সেদিন খুজবে আমায়
পাগল পারা হয়ে ।
কেমনে বলো পাবে সেদিন
সময় দিয়ে বয়ে ।
না ফিরিবার দেশে ।
আমার স্মৃতি বুকে নিয়ে
মরবে ধুকে শেষে ।
এদিক ওদিক ছায়ার মত
ঘুরবে আমার স্মৃতি ।
দেখবে সেদিন আমার প্রতি
জাগবে তোমার প্রিতি ।
যখন তুমি থাকবে দুখে
একলা ঘরের কোনে ।
হঠাত্ সেদিন দেখবে আমায়
পরবে তোমার মনে ।
যখন তোমার থাকবেনা আর
অসীম সুখের গেহো ।
আমার স্মৃতি ছাড়া সেদিন
থাকবেনা আর কেহ ।
হয়তো সেদিন খুজবে আমায়
পাগল পারা হয়ে ।
কেমনে বলো পাবে সেদিন
সময় দিয়ে বয়ে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ কুমার ২৩/০৩/২০১৫excellent ....
-
সবুজ আহমেদ কক্স ২২/০৩/২০১৫ভাল লাগলো
-
পরিতোষ ভৌমিক ২০/০৩/২০১৫তাল লয় বেশ ভালো লেগেছে ।
-
আবিদ আল আহসান ১৯/০৩/২০১৫Nice
-
স্বপন রোজারিও(১) ১৯/০৩/২০১৫স্মৃৃৃতি ভাস্বর