www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুঃখ

দুঃখ দিয়ে লাভ কি তোমার,
ভেবে নাহি পাই ।
নীরব মনে দুঃখের বোঝা
শুধুই বয়ে যাই ।
আমার বুঝি দুঃখের সীমার
নাইরে কোন অন্ত ।
আর কত কাল দুঃখ দিয়ে
হবে তুমি শান্ত ।
চোখের জল ঝরে ঝরে
হলো বুঝি শেষ ।
আমায় তুমি দুঃখ দিয়ে
আছো দেখি বেশ ।
দুঃখের উপর দুঃখ দাও
সাজার উপর সাজা ।
কষ্টের সাগরে ডুবাইয়া মোরে
পাও বুঝি খুব মজা ।
দিবাই যখন দুঃখ তবে
সহিবার দাও শক্তি ।
বরণ করে নেবো সবই
নাই যেহেতু মুক্তি ।
ইহকালেই দুঃখ দাও
পরকালে নয় ।
পরকালে এই গোলামের
হয় যেন গো জয় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast