www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রুপ

হাসনাহেনা ধন্য তুমি,
আছে তোমার ঘ্রাণ ।
সন্ধাবেলায় সুভাস দিয়ে,
জুরাও প্রিয়ার প্রান ।
রাঙ্গা গোলাপ ধন্য তুমি,
আমার প্রিয়ার কেশ,
কমল ছোঁয়ায় ধরছে বলে
লাগছে তোমায় বেশ ।
শাপলা তুমি বিলের ধারে,
ধুলছো কেন হেসে ?
আমার প্রিয়ার রুপের সাথে
রুপ কি তোমার মেশে ?
আমার প্রিয়ার রুপ দেখিয়া
কোকিল ধরে গান ।
মিষ্টি সুরে গান গাহিয়া
হারায় যেন প্রান ।
মৌমাছিরা উড়ে উড়ে
বিশাল মিছিল বেধে,
এমন রুপ না পাহিয়া
গুন গুনিয়ে কাদে ।
মেঘ ময়ূরী কাদছো কেন
রুপ দেখিয়া তার ?
কেদে কেদে বৃষ্টি ফেলে
রুপ পাবে কি আর ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast