হিরার তরী
হিরার তরী ভেসে ঐ
নীলিমার নীল আকাশে,
খুশির বার্তা নিয়ে এলো
রমজানেরই শেষে।
মেঘের মাঝে লুকোচুরি
খেলছে যেন ভেসে,
মিশতে হবে সবার সাথে
বলছে যেন হেসে।
হিংসা বিদ্বেশ ভুলে সবে
হাতে রেথে হাত,
সুদৃঢ় কর ভ্রাতৃ প্রণয়
বলছে যেন চাঁদ।
ঈদের খুশিতে মেতে উঠুক
ধণী গরীব সবে,
দুর হয়ে যাক জগড়া বিবাদ
সবাই সমান ভবে।
নীলিমার নীল আকাশে,
খুশির বার্তা নিয়ে এলো
রমজানেরই শেষে।
মেঘের মাঝে লুকোচুরি
খেলছে যেন ভেসে,
মিশতে হবে সবার সাথে
বলছে যেন হেসে।
হিংসা বিদ্বেশ ভুলে সবে
হাতে রেথে হাত,
সুদৃঢ় কর ভ্রাতৃ প্রণয়
বলছে যেন চাঁদ।
ঈদের খুশিতে মেতে উঠুক
ধণী গরীব সবে,
দুর হয়ে যাক জগড়া বিবাদ
সবাই সমান ভবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রসেনজিৎ রায় ০৪/০৮/২০১৪খুব ভালো লাগলো।
-
মল্লিকা রায় ৩০/০৭/২০১৪বেশ মজা লাগলো কবিতা পড়ে।শুভেচ্ছা জানালাম।
-
রামবল্লভ দাস ২৯/০৭/২০১৪খুব ভালো লাগলো । ঈদ মুবারক ।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৮/০৭/২০১৪বাহ বেশ লাগল। ঈদ মােবারক।