মাহে রমজান
লাখো পূর্ণের পয়গাম নিয়ে
এলোরে মাহে রমজান ।
নিদ হতে জাগি উঠরে আজি
তামাম মুসলমান ।
জীবন জরিপে জমা যত
রয়েছেরে তোর পাপ ,
ভিক্ষুকের ন্যায় দুই হাত তুলি
চেয়েনেরে আজি মাফ ।
হিংসা আর ক্রোধ যত তোর
করে ফেল আজি চুর্ণ ।
জীবন জ্যোতি জালরে জলধি
আবার করে মহাপূর্ণ ।
এই দুনিয়া ছেড়ে যত
গিয়েছেরে তোর স্বজন,
প্রভুর দরবারে তাদের মুক্তির
কররে তরা নিবেদন ।
এলোরে মাহে রমজান ।
নিদ হতে জাগি উঠরে আজি
তামাম মুসলমান ।
জীবন জরিপে জমা যত
রয়েছেরে তোর পাপ ,
ভিক্ষুকের ন্যায় দুই হাত তুলি
চেয়েনেরে আজি মাফ ।
হিংসা আর ক্রোধ যত তোর
করে ফেল আজি চুর্ণ ।
জীবন জ্যোতি জালরে জলধি
আবার করে মহাপূর্ণ ।
এই দুনিয়া ছেড়ে যত
গিয়েছেরে তোর স্বজন,
প্রভুর দরবারে তাদের মুক্তির
কররে তরা নিবেদন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ২৬/০৭/২০১৪ভাল লাগল বন্ধু কবিতাখানা। মাহে রমজানের মূল উদ্দেশ্য মধ্যে আনেকটাই এখানে ফুঁটে উঠেছে। এই মাসে মহান আল্লাহ্ রাব্বুল আল-আমীন রহমতের যে দুয়ার খুলে দিয়েছেন- তা দিয়ে যেন আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জীবন ধন্য হয়! আমীন!!!
-
সাইদুর রহমান ২৩/০৭/২০১৪খুব সুন্দর সাবলীল কবিতাখানি।
শুভেচ্ছা নিবেন। -
কবি মোঃ ইকবাল ২১/০৭/২০১৪পবিত্র মাহে রমযানকে নিয়ে অসাধারন লিখেছেন কবি। শুভরাত্রি।
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ২১/০৭/২০১৪সুন্দর কবিতা। এ মাসে সহজেই প্রকৃত জীবন জ্যোতির সন্ধান পাওয়া সম্ভব। অভিন্দন কবি!