www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিস্ময় মহিমা

রাত্রি যখন নিরব নিঝুম
ডাহুক উঠলো ডাকি ।
সেই ডাকেতে খুলে গেলো
আমার দুটি আঁখি ।
সবাই তখন ঘুমের ঘোরে
আমিই কেবল জাগি ,
মনের মাঝে সংগোপনে
তাঁহার ছঁবি আঁকি ।
অবাক আমি কেমন করে
চালাও তুমি বিশ্ব ?
কাউরে বানাও বাদশা তুমি
কাউরে আবার নিঃস্ব ।
পারবেনা কেউ দিতে তোমার
এই মহিমার মূল্য ।
এই ধরাতে নেইতো কেহ
তোমার সমতুল্য ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast