রুফটপ কন্সার্টে গীতিকার আইয়ুব বাচ্চু স্মরণে মিলে গেল দুই বাংলা
কথায় আছে কাঁটাতার দিয়ে মাটি আলাদা করা যায়, আবেগ নয়। আমাদের বাংলা ভাষা, বাংলা গান একটা জোরালো আবেগ। সেই বাংলা গানের জগতে নতুন ঝলক এনেছিলেন আইয়ুব বাচ্চু। লাভ রানস ব্লাইন্ড ব্যাণ্ডের গানে নিয়ে এসেছিলেন তিনি নতুন ভাষা, নতুন ছন্দ। তাঁর আকস্মিক অকাল প্রয়াণ মর্মাহত করেছে সীমানার দুই পারের সঙ্গীতপ্রেমীদের।
২৫এ নভেম্বর পশ্চিমবঙ্গের হাওড়ার মন্দিরতলায় আয়ুব বাচ্চু স্মরণে আয়োজিত হল রুফটপ কন্সার্ট। আয়োজক সংস্থা বাংলা শিল্পী পক্ষ। হাজির ছিলেন দুই বাংলার সঙ্গীত প্রেমীরা। গান পরিবেশন করেন ঐকতান ব্যাণ্ড সহ বিভিন্ন শিল্পী।
বাংলা সঙ্গীতপ্রেমীদের কাছে নতুন স্বাদ এনেদিয়েছিলেন আইয়ুব বাচ্চু। তাঁর *উড়াল দেব আকাশে*, *সেই তুমি কেন অচেনা হলে?* প্রভৃতি গান দর্শকের মধ্যে জনপ্রিয় তো বটেই সাহিত্যমূল্যও রাখে।
তাই তাঁর প্রয়াণের পর এই উদ্যোগ তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর এক প্রয়াস।
২৫এ নভেম্বর পশ্চিমবঙ্গের হাওড়ার মন্দিরতলায় আয়ুব বাচ্চু স্মরণে আয়োজিত হল রুফটপ কন্সার্ট। আয়োজক সংস্থা বাংলা শিল্পী পক্ষ। হাজির ছিলেন দুই বাংলার সঙ্গীত প্রেমীরা। গান পরিবেশন করেন ঐকতান ব্যাণ্ড সহ বিভিন্ন শিল্পী।
বাংলা সঙ্গীতপ্রেমীদের কাছে নতুন স্বাদ এনেদিয়েছিলেন আইয়ুব বাচ্চু। তাঁর *উড়াল দেব আকাশে*, *সেই তুমি কেন অচেনা হলে?* প্রভৃতি গান দর্শকের মধ্যে জনপ্রিয় তো বটেই সাহিত্যমূল্যও রাখে।
তাই তাঁর প্রয়াণের পর এই উদ্যোগ তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর এক প্রয়াস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৫/০১/২০২০onek valo...
-
দীপঙ্কর বেরা ২৭/১১/২০১৯বাহ ভাল খবর
আমি মন্দিরতলার পাশে থাকি। -
পরিতোষ ভৌমিক ২ ০৪/১০/২০১৯সুন্দর উদ্যোগ এবং গুনিজনকে শ্রদ্ধা । ধন্যবাদ ।
-
শফি আহমেদ ২৬/০৯/২০১৯এই ভাল শিল্পির কবর জীবনে মঙ্গল কামনা করছি।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১১/০৯/২০১৯মোরা একই বৃন্তে দুটি কুসুম।
-
নাসরীন আক্তার রুবি ১১/০৫/২০১৯জানা হলো
-
দীপঙ্কর বেরা ২২/০৪/২০১৯জানলাম
-
জসিম বিন ইদ্রিস ২০/০৪/২০১৯বাংলাতে কথা বলি মোরা বাংলাতে গাই
এপার কিংবা ওপার কোন ভেদাভেদ নাই!!! -
সেখ আক্তার হোসেন ১১/০২/২০১৯বেশ ভালো লাগলো
-
ন্যান্সি দেওয়ান ২২/০১/২০১৯Good.
-
মহিউদ্দিন রমজান ২৭/১১/২০১৮বেশ!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৫/১১/২০১৮বেশ ভাল