www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তিন তালাক ও অভিন্ন দেওয়ানি বিধি

*ভারতীয় সংবিধানে*র *চতুর্থ অধ্যায় 'নির্দেশনামূলক নীতি'র ৪৪নং ধারা*য় *Uniform Civil Code* বা *অভিন্ন দেওয়ানি বিধি*র কথা আছে। তার পাশাপাশি *ভারতীয় সংবিধানে*র *তৃতীয় অধ্যায়*, *মৌলিক অধিকার* অংশে *২৫ নং* ধারায় *ধর্মীয় বিশ্বাস পালন* এবং *২৯ নং* ধারায় *প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি সংরক্ষণে*র সুযোগ দেওয়া আছে। এখন কেউ যদি অভিন্ন দেওয়ানি বিধির বিপক্ষে কথা বলে তবে তা সংবিধান বিরোধী কথা হবে।
প্রসঙ্গত, ইসলামী আইনের ভিত্তি কুর'আন এবং হাদিসে তালাক বা বিচ্ছেদকে উত্সাহিত করা হয়নি। বরং ইসলাম ধর্মের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মুহাম্মাদ(সঃ) *তালাককে 'বৈধ কাজগুলির মধ্যে সবচেয়ে ঘৃণিত'* বলে অভিহিত করেছেন(আবু দাউদ, হাদিস ১৬৮৩; ইবন মাজাহ, হাদিস ২০০৮)। তিন তালাক একসাথে দেওয়া যায় কিনা এই বিষয়টিও বিতর্কিত। তিন তালাকের আদর্শ পদ্ধতি হল, _তিনমাস ধরে প্রত্যেক মাসিকচক্র থেকে একবার করে পবিত্র হওয়ার পর একবার করে তালাক দেওয়া। যাতে এইসময়ের মধ্যে উভয়ের মধ্যে বোঝাপড়া বা পুনরায় ফিরিয়ে নেবার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনার অবকাশ থাকে_।
১৯৮০র শাহবানু মামলার প্রেক্ষিতে ভারতে তিন তালাক বিতর্ক প্রচারে আসে, সেই সময় মুসলিম নারীর অধিকার নিয়ে সংসদে সরব হোন ভারতীয় জাতীয় কংগ্রেসের আরিফ মহম্মদ খান এবং সিপিআই(এম)এর ততকালীন সাংসদ সৈফুদ্দীন চৌধুরী(পরে সৈফুদ্দীন চৌধুরী তাঁর দল থেকে বহিষ্কৃত হোন)। বাবরি মসজিদ-রামজন্মভূমি বিতর্কের আবহে তদানীন্তন রাজীব গান্ধী সরকারের পদক্ষেপ আজো সমালোচনার বিষয়।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে,
1. *সরকারের এই উদ্যোগ এরমধ্যে, ২০১২তে ফ্রান্সে বুর্খা নিষিদ্ধ হওয়া থেকে শুরু করে মুসলিম দোকানগুলিতে মদবিক্রিতে বাধ্য করানোর মত প্রতিক্রিয়াশীল পদক্ষেপের ছায়া দেখছি।*
2. *মুসলিম ম্যারেজ রেজিস্টার নিয়োগ বন্ধ হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছি।*
3. *Attorney নিয়োগ করে বিবাহ বা বিবাহবিচ্ছেদ পদ্ধতি কতটা বৈধ বিবেচনা করতে বলছি।*
4. *তিন তালাকের অপব্যবহারকারীদের ভারতীয় দন্ডবিধির ৪৯৮ ক দফায় শাস্তির প্রস্তাব দিচ্ছি।*
5. *আরো দাবী করছি মাহর পদ্ধতির মাধ্যমে স্ত্রীসুরক্ষা কি করে আরো জোরদার করা যায় তা বিবেচনা করা।*
6. *Uniform Civil Code বা অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে যেন ভারতের 'বৈচিত্রের মধ্যে ঐক্য' বিষয়টি যেন চালু থাকে, বিবেচনার জন্য বলছি।*
7. *Polygamy বা বহুবিবাহ পুরোপুরি তুলে দেওয়া যাবেনা। বিভিন্ন উপজাতিদের মধ্যে প্রচলিত Polyandry বা এক স্ত্রীর একাধিক স্বামীগ্রহণের সুযোগও রাখতে হবে। তবে পরবর্তী দাম্পত্যসঙ্গী গ্রহণের আগে মহকুমা আদালতকে এই ব্যপারে সন্তুষ্ট করে নিতে হবে যে নতুন দাম্পত্যসঙ্গী গ্রহণে পুরাতন দাম্পত্যসঙ্গী/সঙ্গীদের আপত্তি নেই।*
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ১০৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আব্দুল হক ০৪/১১/২০১৬
    সুন্দর
 
Quantcast