আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল আটের দশকে ভারতে আসে নেহরু গোল্ড কাপ খেলতে। এই দল এখনো পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ ফাইনালে খেলেছে। তার মধ্যে দুইবার জিতেছে। ব্রাজিল ছাড়া আর্জেন্টিনাই একমাত্র বিশ্বজয়ী দল যারা প্রথমবার ফাইনালে উঠে জিততে পারেনি।
আর্জেন্টিনা দলে মারাদোনা, মেসি ছাড়াও মারিও কেম্পেস, গুলেরমো স্তাবিলের মত সেরারা খেলে গেছেন। আলফ্রেডো ডি স্তেফানো আর্জেন্টিনায় জন্মালেও তিনি আর্জেন্টিনার পাশাপাশি কলম্বিয়া ও স্পেনে খেলে গেছেন। তবুও কোন বিশ্বকাপ খেলেন নি।
ফ্রান্স ও স্পেনের মত আর্জেন্টিনাও কোন জুলে রিমে কাপ জেতেনি। ১৯৭০ এ মেক্সিকোতে আয়োজিত প্রতিযোগিতায় আর্জেন্টিনা জায়গা না পেলেও পরের বার ১৯৮৬তে জয়ী হয়।
আর্জেন্টিনা দলে মারাদোনা, মেসি ছাড়াও মারিও কেম্পেস, গুলেরমো স্তাবিলের মত সেরারা খেলে গেছেন। আলফ্রেডো ডি স্তেফানো আর্জেন্টিনায় জন্মালেও তিনি আর্জেন্টিনার পাশাপাশি কলম্বিয়া ও স্পেনে খেলে গেছেন। তবুও কোন বিশ্বকাপ খেলেন নি।
ফ্রান্স ও স্পেনের মত আর্জেন্টিনাও কোন জুলে রিমে কাপ জেতেনি। ১৯৭০ এ মেক্সিকোতে আয়োজিত প্রতিযোগিতায় আর্জেন্টিনা জায়গা না পেলেও পরের বার ১৯৮৬তে জয়ী হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুখ্সানা কাজল ১৫/০৭/২০১৪স্পেন নিয়ে কিছু লিখুন । এরকম লেখায় বেশ তথ্য জানা যায়। ধন্যবাদ লেখককে।
-
কবি মোঃ ইকবাল ০৯/০৭/২০১৪অনেক কিছু জানতে পারলাম
-
রামবল্লভ দাস ০৯/০৭/২০১৪আরও চাই......
-
সুরজিৎ সী ০৯/০৭/২০১৪শুভেচ্ছা রইল।
এগিয়ে যান বন্ধু।