জার্মান ফুটবল দল
র্পশ্চিম জার্মানী প্রথম ফিফা বিশ্বকাপ ১৯৭৪ এ জেতে। এর আগে জুলে রিমে কাপ ১৯৫৪ তে জিতে ছিল।
ব্রাজিল ও স্পেনের মত জার্মানরাও তাদের প্রথম বিশ্বকাপ দেশের বাইরে জেতে।(১৯৫৪, সুইজারল্যান্ড] পশ্চিম জার্মানিই প্রথম এই কৃতিত্বের অধিকারী
পুর্ব জার্মানী কোন দিন বিশ্বকাপ জেতেনি, পশ্চিম জার্মানী কোন দিন অলিম্পিক জেতেনি। ঐক্যবদ্ধ জার্মানী ২০১৪ এর আগে অবধি কোনটাই জেতেনি।
১৯৭৬ এ সংযুক্ত চেকো্শ্লোভাকিয়ার কাছে হেরে যায় পশ্চিম জার্মানী। কিন্তু ১৯৯৬ র্পুনঃসংযুক্ত জার্মানী হারায় চেক প্রজাতন্ত্রকে।
ব্রাজিল ও স্পেনের মত জার্মানরাও তাদের প্রথম বিশ্বকাপ দেশের বাইরে জেতে।(১৯৫৪, সুইজারল্যান্ড] পশ্চিম জার্মানিই প্রথম এই কৃতিত্বের অধিকারী
পুর্ব জার্মানী কোন দিন বিশ্বকাপ জেতেনি, পশ্চিম জার্মানী কোন দিন অলিম্পিক জেতেনি। ঐক্যবদ্ধ জার্মানী ২০১৪ এর আগে অবধি কোনটাই জেতেনি।
১৯৭৬ এ সংযুক্ত চেকো্শ্লোভাকিয়ার কাছে হেরে যায় পশ্চিম জার্মানী। কিন্তু ১৯৯৬ র্পুনঃসংযুক্ত জার্মানী হারায় চেক প্রজাতন্ত্রকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৮/০৭/২০১৪ফুটবল সম্পর্কে অনেক অজানাকে জানলাম। ভালো লেগেছে। শুভ কামনা রইলো। শুভ রাত্রি