ভয় পেয়ে
এক বর্ষার দিন। আশা করি খুনে আয়লাকে কেউ ভোলেন নি। এটা সেই আয়লার দিনের কথা।
জাচ্ছিলাম নিজের মেস থেকে এক বন্ধুর মেসে। রাস্তায় বৃষ্টি আরো জোরে আসায় থামতে হল। আশ্রয় নিলাম এক ভাঙ্গা চালওয়ালা জায়গায়। সেখানে আরেক জন আগে থেকেই ছিলেন। একথা সেকথা নচিকেতার গানের পর হঠাৎ বলে উঠলেন, "তুমি ভুতে বিশ্বাস কর?"
ব্যাপারটা সুবিধার মনে হল না। হিন্দি সিনেমাতে দেখায় না, যে একটা লোক থাকবে, পাশে থাকা আরেকজনকে কিছু কথার পর বলবে, "আপনি কি ভুতে বিশ্বাস করেন?" তারপর অবিশ্বাস করলে প্রমাণ করবে সেই লোকটাই ভুত।
আমারো কেমন জানি, ওরমই মনে হল। তাই মানে মানে তখনই ঐ বৃষ্টির মধ্যেই কেটে পড়লাম।
জাচ্ছিলাম নিজের মেস থেকে এক বন্ধুর মেসে। রাস্তায় বৃষ্টি আরো জোরে আসায় থামতে হল। আশ্রয় নিলাম এক ভাঙ্গা চালওয়ালা জায়গায়। সেখানে আরেক জন আগে থেকেই ছিলেন। একথা সেকথা নচিকেতার গানের পর হঠাৎ বলে উঠলেন, "তুমি ভুতে বিশ্বাস কর?"
ব্যাপারটা সুবিধার মনে হল না। হিন্দি সিনেমাতে দেখায় না, যে একটা লোক থাকবে, পাশে থাকা আরেকজনকে কিছু কথার পর বলবে, "আপনি কি ভুতে বিশ্বাস করেন?" তারপর অবিশ্বাস করলে প্রমাণ করবে সেই লোকটাই ভুত।
আমারো কেমন জানি, ওরমই মনে হল। তাই মানে মানে তখনই ঐ বৃষ্টির মধ্যেই কেটে পড়লাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ০৫/০৭/২০১৮মজার ব্যাপার।
-
সাইদুর রহমান ০৭/০৭/২০১৪শুধু চমৎকার বললে কম হবে।
শুভেচ্ছা রইলো। -
কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪মজা পেলাম ভাই।
-
আবু সাহেদ সরকার ০৭/০৭/২০১৪সুন্দর একটি লিখনী।