শরতের প্রকৃতি
বর্ষা শেষে এলো শরৎ
ধান শালিকের দেশে
শুভ্রসাদা নীল আকাশে
সাদা মেঘে ভেসে!
শিউলি ফোটে থরেথরে
শিশিরভেজা পথে
ছেলেমেয়ে যায় হারিয়ে
কাশবনের সাথে!
উড়ে সাদা শুভ্রবকে
নীল আকাশ ঝিলমিল
নদী-বিলে মাছে ভরা
রোদ পেয়ে কিলবিল!
ধান শালিকের দেশে
শুভ্রসাদা নীল আকাশে
সাদা মেঘে ভেসে!
শিউলি ফোটে থরেথরে
শিশিরভেজা পথে
ছেলেমেয়ে যায় হারিয়ে
কাশবনের সাথে!
উড়ে সাদা শুভ্রবকে
নীল আকাশ ঝিলমিল
নদী-বিলে মাছে ভরা
রোদ পেয়ে কিলবিল!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আশা মনি ৩০/০৮/২০১৮ভাল লিখেছেন।
-
কাজী জুবেরী মোস্তাক ২৯/০৮/২০১৮বাহ্
-
আহমাদ মাগফুর ২৯/০৮/২০১৮প্রথমটা ভালো ছিলো। শেষ চার লাইন যথেষ্ট ফালতু। জোড় করে মেলাবার অপচেষ্টা ফুটে উঠেছে।
-
আশা মনি ২৯/০৮/২০১৮nice poam