ঋতু রানী
ভাদরের রোদে
করে কিটকিট,
পাঁকে তাল।
ভাদরের বৃষ্টি
করে অনাসৃষ্টি,
ফোঁটায় কদম ফুল।
ভাদরের ঘোলা স্রোত
অপুরূপ সৃষ্টি,
বাড়ায় ঈলশে গুঁড়ি।
শরতের রাতে
খোকা স্বপ্ন দেখে,
শিউলি ঝরে
আপন মনে।
শরতের নদী
চলে আঁকা বাঁকা,
মাঝি চালায় নৌকা
পাল তুলে।
করে কিটকিট,
পাঁকে তাল।
ভাদরের বৃষ্টি
করে অনাসৃষ্টি,
ফোঁটায় কদম ফুল।
ভাদরের ঘোলা স্রোত
অপুরূপ সৃষ্টি,
বাড়ায় ঈলশে গুঁড়ি।
শরতের রাতে
খোকা স্বপ্ন দেখে,
শিউলি ঝরে
আপন মনে।
শরতের নদী
চলে আঁকা বাঁকা,
মাঝি চালায় নৌকা
পাল তুলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
... ২৫/১১/২০১৪
-
রিয়েল আবদুল্লাহ ০৫/০৯/২০১৪বেশ ভাল লাগল তবে ছন্দে লিখলে আরো ভাল হতো
-
একনিষ্ঠ অনুগত ০৫/০৯/২০১৪ভালো লাগলো...
-
পিয়ালী দত্ত ০৩/০৯/২০১৪ভাল লাগল
-
স্বপন রোজারিও(১) ০৩/০৯/২০১৪সুন্দর
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৩/০৯/২০১৪বেশ ভাল লাগল।
ছন্দের তাল থাকলে আরো ভালো লাগতো।
ভালো থাকুন কবি।