কবি তুমি কবি
কবি তুমি কবি
মেঘ তোমার নাম দিয়েছে কবি,
শরতের নীল আকাশ তোমার নাম দিয়েছে কবি,
উৎছ্বল ঝর্না নাম দিয়েছে কবি,
গহীন রাতে ঘুমে দেখো শুধু ছবি,
কবি তুমি কবি।
নীলকন্ঠ নাম দিয়েছে তোমার কবি,
দুঃখ আঁকেন ছোট্টবেলার ছবি,
উষার দুয়ারে উঁকি মারে রবি।
কবি তুমি কবি।
মেঘ তোমার নাম দিয়েছে কবি,
শরতের নীল আকাশ তোমার নাম দিয়েছে কবি,
উৎছ্বল ঝর্না নাম দিয়েছে কবি,
গহীন রাতে ঘুমে দেখো শুধু ছবি,
কবি তুমি কবি।
নীলকন্ঠ নাম দিয়েছে তোমার কবি,
দুঃখ আঁকেন ছোট্টবেলার ছবি,
উষার দুয়ারে উঁকি মারে রবি।
কবি তুমি কবি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
... ২৫/১১/২০১৪
-
মুস্তাকিম মান্না ২৬/০৮/২০১৪ছন্দের চমত্কার ব্যবহার
-
ইলিয়াস আহমেদ ২৬/০৮/২০১৪ভাই আরো নতুন লেখা চাই ।
-
আবু সাহেদ সরকার ২২/০৮/২০১৪চমৎকার একটি প্রকাশ কবি বন্ধু।
-
সাইদুর রহমান ২০/০৮/২০১৪দারুণ লাগলো।
শুভেচ্ছা নিবেন। -
সুব্রত ঘোষ ১৭/০৮/২০১৪Kobir modhy kobi , bha, darun laglo.
-
মঞ্জুর হোসেন মৃদুল ১৭/০৮/২০১৪ভাল লাগল।
-
স্বপন রোজারিও(১) ১৭/০৮/২০১৪কবি তুমি শুধুই কবি
-
সুরজিৎ সী ১৭/০৮/২০১৪খুবই ভালো।
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ১৭/০৮/২০১৪tumi kobi
-
মল্লিকা রায় ১৭/০৮/২০১৪অন্যভাবে দেখলে তো বোঝা যেত--শুভেচ্ছা রইলো কবি।আপনি তবে কি??
ভালো থাকুন কবি।