মন
আগুনে পুড়লে
ভস্ম থাকে, ছাই থাকে
ভিটে মাটির স্বৃতি থাকে
মায়া থাকে, ছায়া থাকে
বাড়ি ফেরার টান থাকে!
করলে চুরি
ঝাঁটা থাকে, কাঁথা থাকে
বালিশগুলো পরে থাকে
জীর্ন-শীর্ন প্যান্ট থাকে
ঘর মোছার ত্যানা থাকে,
চোরের পায়ের ছাঁপ থাকে!
মন পুড়লে কী থাকে?
কথা থাকে ব্যথা থাকে
জ্বালা থাকে, বিরহ থাকে
প্রতিবাদী কন্ঠ থাকে-
নৈ্তিকতা পরে থাকে!
হিংসা বাড়ে, অপরাধ বাড়ে!
ভস্ম থাকে, ছাই থাকে
ভিটে মাটির স্বৃতি থাকে
মায়া থাকে, ছায়া থাকে
বাড়ি ফেরার টান থাকে!
করলে চুরি
ঝাঁটা থাকে, কাঁথা থাকে
বালিশগুলো পরে থাকে
জীর্ন-শীর্ন প্যান্ট থাকে
ঘর মোছার ত্যানা থাকে,
চোরের পায়ের ছাঁপ থাকে!
মন পুড়লে কী থাকে?
কথা থাকে ব্যথা থাকে
জ্বালা থাকে, বিরহ থাকে
প্রতিবাদী কন্ঠ থাকে-
নৈ্তিকতা পরে থাকে!
হিংসা বাড়ে, অপরাধ বাড়ে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ০৯/০৮/২০১৪ভাল লাগ্ল
-
পিয়ালী দত্ত ৩১/০৭/২০১৪ভাল লাগা রইল...
-
সাইদুর রহমান ৩১/০৭/২০১৪দারুণ ভাবনা।
মন পুড়লে না ছাই না ধোঁয়া।
ঈদ মোবারক ।। -
রামবল্লভ দাস ৩১/০৭/২০১৪কবির দৃষ্টি দারুণ ! খবুই ভালো লাগলো ।
-
মল্লিকা রায় ৩১/০৭/২০১৪সু্নদর