সংখ্যালঘু(পর্ব-২)
সংখ্যাগুরুর কাছে সংখ্যালঘুরা
বড়ই হাস্যকর!
সংখ্যালঘুরা হাসলে
সংখ্যাগুরুরা বলে,
এরা অভিনেতা,ভন্ড,ভাঁড়ামী!
কাঁদলে বলে
এরা মেয়ে মানুষ,
শুধুই কাঁদে, এরা ছিচকাঁদুনে!
জীবনরক্ষার্তে শক্তি দেখালে বলে
এরা সন্ত্রাসী,এরা ডাকাত!
ক্ষমতায় গেলে
জোটে টিপ্পনী!
জাত যায় সংখ্যাগুরুর!
তাহলে সংখ্যালঘুরা কী করবে!
বড়ই হাস্যকর!
সংখ্যালঘুরা হাসলে
সংখ্যাগুরুরা বলে,
এরা অভিনেতা,ভন্ড,ভাঁড়ামী!
কাঁদলে বলে
এরা মেয়ে মানুষ,
শুধুই কাঁদে, এরা ছিচকাঁদুনে!
জীবনরক্ষার্তে শক্তি দেখালে বলে
এরা সন্ত্রাসী,এরা ডাকাত!
ক্ষমতায় গেলে
জোটে টিপ্পনী!
জাত যায় সংখ্যাগুরুর!
তাহলে সংখ্যালঘুরা কী করবে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/১০/২০১৩চমৎকার ভাবনা র সুন্দর উপস্থাপন।সত্যি কথাটাই কবিতা য় ফুটে উঠেছে।
ঠিকই বলেছেন...যারে দেখতে না'রি তার চলন বাঁকা ।
শুভেচ্ছা কবির জন্যে ।।