সংখ্যালঘু
সংখ্যালঘু কি?
শুধুই ধর্মীয় বিবেচনা?
-সাধারণ বোঝে তাই !
কবিরা কি সংখ্যালঘু নয় ?
অথবা সত্যবাদী লেখকেরা?
আর সত্তর ধারা অবজ্ঞাকারীরা?
-এরাই আসল সখ্যালঘু
দেশে,গ্রামে, পরিবারে।
সংখ্যাগরু কর্তৃক সখ্যালঘুরা
অত্যাচারিত, অবহেলিত!
হয় না মূল্যায়ন,মনে থাকে ভয় !
-একথা মানবে সবে নিচ্চয় !
স্থান ইতিহাস সময় ভেদে
পাল্টে যায় সংখ্যালঘুর সংজ্ঞা !
শুধুই ধর্মীয় বিবেচনা?
-সাধারণ বোঝে তাই !
কবিরা কি সংখ্যালঘু নয় ?
অথবা সত্যবাদী লেখকেরা?
আর সত্তর ধারা অবজ্ঞাকারীরা?
-এরাই আসল সখ্যালঘু
দেশে,গ্রামে, পরিবারে।
সংখ্যাগরু কর্তৃক সখ্যালঘুরা
অত্যাচারিত, অবহেলিত!
হয় না মূল্যায়ন,মনে থাকে ভয় !
-একথা মানবে সবে নিচ্চয় !
স্থান ইতিহাস সময় ভেদে
পাল্টে যায় সংখ্যালঘুর সংজ্ঞা !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৩/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/১০/২০১৩সত্য উপস্থাপনে আপনি কুন্ঠিত নন।চরম সত্য বেড়িয়ে এসেছে আপনার কবিতা র মাধ্যমে।ধন্যবাদ আপনাকে।সেই সাথে শুভকামনা।
-
suman ২২/১০/২০১৩অসাধারণ একটি কবিতার সাথে দেখা হয়ে গেলো ...অতুলনীয় বোধ-চেতনা প্রকাশ পেয়েছে ...্সর্বসাধারনের কাছে এই চেতনা পৌছে যাক ...
-
সুবীর কাস্মীর পেরেরা ২২/১০/২০১৩অসাধারণ সালেহ ভাই
তাইতো সব ক্ষেত্রেই সংখ্যালঘু থাকতে পারে ।
সুন্দর ভাবনায় শুভেচ্ছা জানাই ।।