www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার সন্তান

সৈয়দ চায় গাড়ী,
চ্যাটার্জী চায় বাড়ী,
সকালে কোর্মা রাতে চায় বিরিয়ানী।
আর ভাবে-সন্তান যেন হয় মানুষ,
থাকে উঁচু শ্রেণীতে!

কুঁড়ে চায় কর্মকার,
চায় দু’মুঠো ডাল-ভাত,
আর চায় মাথা গোঁজার ঠাঁয়।
ভাবনা মনে-‘সন্তান গড়পড়তায় মানুষ হবে’।

আমরা চাই কি?
ঐশি না জনি?
সম্পদ না মানি?

কেউ চায় না
সন্তান যেন যায় বখে,
অথবা ইয়াবা নেয় শখে !
সবাই চাই শান্তি,
-সন্তান যেন থাকে সুপথে।

আসুন প্রার্থনা করি,
আমার সন্তান যেন
‘থাকে দুধে-ভাতে !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার আপনার সত্য উপস্থাপন।খুবই খুশি হলাম।আপনার সাথে আমিও একমত।ধন্যবাদ সুন্দর কবিতা র জন্য।
  • আহমাদ সাজিদ ১৫/১০/২০১৩
    সুন্দর ভাবনা। ঈদ মুবারক
  • অনবদ্য সালেহ ভাই
 
Quantcast