বৈপরীত্য
ঈদ মানে
আশা আলো আনন্দ,
রেশমাদের মনঃকষ্ট!
ঈদ মানে
হাসি খুশি আর ছুটি,
ছমিরণদের হাতপাতা ছুটাছুটি,
আনন্দ করার সময় নাহি!
ঈদে পরি
নতুন সাজ আর সুগন্ধি,
শিউলি- শমশেরদের
পুরাতন সাজ আর ছেঁড়া লুঙ্গি,
হাত পেতে নেওয়া মশারি শাড়ি!
আসলে ঈদ মানে কী এই?
-বৈষম্য আর বৈপরীত্য?
তা না
তা না!
হাসি খুশি ভাগাভাগি।
দুঃখ-সুখ মাখামাখি!
আশা আলো আনন্দ,
রেশমাদের মনঃকষ্ট!
ঈদ মানে
হাসি খুশি আর ছুটি,
ছমিরণদের হাতপাতা ছুটাছুটি,
আনন্দ করার সময় নাহি!
ঈদে পরি
নতুন সাজ আর সুগন্ধি,
শিউলি- শমশেরদের
পুরাতন সাজ আর ছেঁড়া লুঙ্গি,
হাত পেতে নেওয়া মশারি শাড়ি!
আসলে ঈদ মানে কী এই?
-বৈষম্য আর বৈপরীত্য?
তা না
তা না!
হাসি খুশি ভাগাভাগি।
দুঃখ-সুখ মাখামাখি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১০/১০/২০১৩
-
সুবীর কাস্মীর পেরেরা ০৯/১০/২০১৩অগ্রীম শুভেচ্ছা সালেহ ভাই
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৯/১০/২০১৩ঈদ মানে পাওয়ার আনন্দ, ঈদ মানে দেয়ার আনন্দ। যাদের নেই তাদেরকে সাধ্যমত দিতে থাকলে একদিন এই বৈষম্য দূর হবে। খুব ভালো লেগেছে কবিতা
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৯/১০/২০১৩চমৎকার উপস্থাপনায় সুন্দর ভাষায় আপনি কবিতা টি ফুটিয়ে তুলেছেন। কবিতায় চরম সত্য সমূহ আপনি খুব সুন্দর ভাবে লিখেছেন।
অগ্রিম শুভেচ্ছা জানাই ।