আমি শান্তি চাই
আমি শান্তি চাই
একেবারে নির্ভেজাল শান্তি !
আমি শান্তি চাই-ক্রন্দন চাই না।
উড়ন্ত সাদা পায়রা শান্তির প্রতিক।
আমাকে সাদায় আচ্ছাদিত করো,
কেনোনা সাদা শান্তির রঙ।
সত্যি প্রেমে শান্তি,
পারস্পারিক বিশ্বাসে শান্তি।
আমি শান্তি চাই, -বিশ্ব শান্তি,
আকাশে উড়ন্ত বকের মতো।
আমি শান্তি চাই।
মম অন্তর শান্তি,
বিলাসিতা হ্রাসে শান্তি,
ন্যয় বিচার বৃদ্ধিতে শান্তি।
অবিচারে শান্তির বিরতি!
বিবেকের অনুপস্থিতি
আর আবদার তদবির
বিনষ্ট হয় শান্তি।
ভাঙ্গে শৃংখলা,
শুরু হয় যুদ্ধ, অশান্তি।
একেবারে নির্ভেজাল শান্তি !
আমি শান্তি চাই-ক্রন্দন চাই না।
উড়ন্ত সাদা পায়রা শান্তির প্রতিক।
আমাকে সাদায় আচ্ছাদিত করো,
কেনোনা সাদা শান্তির রঙ।
সত্যি প্রেমে শান্তি,
পারস্পারিক বিশ্বাসে শান্তি।
আমি শান্তি চাই, -বিশ্ব শান্তি,
আকাশে উড়ন্ত বকের মতো।
আমি শান্তি চাই।
মম অন্তর শান্তি,
বিলাসিতা হ্রাসে শান্তি,
ন্যয় বিচার বৃদ্ধিতে শান্তি।
অবিচারে শান্তির বিরতি!
বিবেকের অনুপস্থিতি
আর আবদার তদবির
বিনষ্ট হয় শান্তি।
ভাঙ্গে শৃংখলা,
শুরু হয় যুদ্ধ, অশান্তি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ০১/১০/২০১৩--শান্তির পথে পা ফেলবো বলে অপেক্ষায় আছি
-
রোদের ছায়া ০১/১০/২০১৩আপনার মতো আমরাও শান্তি চাই, একেবারে নির্ভেজাল শান্তি। কিন্তু কোথায় পাব তারে ? যাক কবিতা আরও গোছানো হতে পারতো আর বানানে আরও সময় দিন ।
-
Înšigniã Āvî ০১/১০/২০১৩আমরা সকলেই শান্তি চাই
-
বিশ্বজিৎ বণিক ০১/১০/২০১৩ভালো লেগেছে তবে ,
কবিতার লাইন এবং বানান একটু অগোছালো মনে হল । -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০১/১০/২০১৩শান্তি শান্তি শান্তি সারা বিশ্ব শান্তি হোক। চমৎকার চাওয়া। সুন্দর কবিতা। ভালো লেগেছে