জীবন মানে
জীবন মানে
কখনো অভিশাপ কখনো আশির্বাদ।
জীবন মানে
কখনো বধির কখনো শ্রবণ।
জীবন মানে
কখনো সবুজ কখনো ঝরা পাতা।
জীবন মানে
কখনো শান্তি কখনো যুদ্ধ।
জীবন মানে
কখনো রাজা কখনো প্রজা।
জীবন মানে
কখনো প্রেম কখনো বিরহ।
জীবন মানে
সম্মান কখনো বা অসন্মান।
জীবন মানে
স্থির কিংবা কখনো প্রবাহ।
কখনো অভিশাপ কখনো আশির্বাদ।
জীবন মানে
কখনো বধির কখনো শ্রবণ।
জীবন মানে
কখনো সবুজ কখনো ঝরা পাতা।
জীবন মানে
কখনো শান্তি কখনো যুদ্ধ।
জীবন মানে
কখনো রাজা কখনো প্রজা।
জীবন মানে
কখনো প্রেম কখনো বিরহ।
জীবন মানে
সম্মান কখনো বা অসন্মান।
জীবন মানে
স্থির কিংবা কখনো প্রবাহ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ৩০/০৯/২০১৩
-
ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩--জীবনের মানেটা আংশিক দার করিয়েছেন--
-
Înšigniã Āvî ৩০/০৯/২০১৩একদম ঠিক বিশ্লেষণ.....
খুব ভালো লাগলো
শুধুই যাপন করা
জীবন মানে
সব উপভোগ সাড়া
খুব ভালো লেগেছে