তাই কি হয়
শুধুই তুমি গোলাপ নেবে ?
এমনি এমনি সৌন্দর্য নেবে ?
একটু কাঁটার ছাপ নেবে না !
তা কি হয়!
তা কি হয়!
শুধুই তুমি মৃদু বাতাস নেবে ?
এমনি এমনি সুবাস নেবে ?
একুটু ঝড় নেবে না !
তা কি হয় !
তা কি হয় !
তুমি কি শুধুই প্রেম নেবে ?
এমনি এমনি বন্ধু নেবে?
একটু তিরস্কার, একটু জ্বালা
নেবে না?
তা কি হয় !
এমনি এমনি সৌন্দর্য নেবে ?
একটু কাঁটার ছাপ নেবে না !
তা কি হয়!
তা কি হয়!
শুধুই তুমি মৃদু বাতাস নেবে ?
এমনি এমনি সুবাস নেবে ?
একুটু ঝড় নেবে না !
তা কি হয় !
তা কি হয় !
তুমি কি শুধুই প্রেম নেবে ?
এমনি এমনি বন্ধু নেবে?
একটু তিরস্কার, একটু জ্বালা
নেবে না?
তা কি হয় !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ৩০/০৯/২০১৩
-
Înšigniã Āvî ২৯/০৯/২০১৩খুব খুব সুন্দর.....
অসংখ্য ভালোলাগা । -
ইব্রাহীম রাসেল ২৯/০৯/২০১৩--সবই নেয়া উচিত, দিয়ে দাও---
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৯/০৯/২০১৩তুমি কি শুধুই কবিতা নেবে?
কবিকে শুধুই কষ্ট দেবে
ভালোবাসা দেবে না
তা কি হয়!
খুব সুন্দর লেখনী
এ কথাই কবিতায় তুলে ধরা হয়েছে।