www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জন্মদিনে নয়কো ভালো মোমবাতি আর কেক

জন্মদিনে নয়কো ভালো মোমবাতি আর কেক
শুভেচ্ছা আর উইশ করা- সব আসলে ফেক[fake]
অন্য জাতির সংস্কৃতি ভ্রষ্ট আয়োজন
মুসলমানের এসব দেখে কষ্টে কাঁদে মন

তাই বলে কি সংস্কৃতির ঘরটা রবে ফাঁকা-
চার দেয়ালে মন্দ ছবি চলবে জেনো আঁকা

সালতামামী হিসেব কষে মন্দ এবং ভালোয়
রব কি আছেন খুশী-রাজী পথ চলা কি আলোয়

অন্ধ-বধির কয় জীবনে দ্বীপ জ্বলেছে জ্ঞানের
কার কতটা ভালাই হলো দুখ্ ফুরালো মনের

বিচ্ছুরিত হয় কি নামে সত্যবাদীর সুনাম
নিত্য যারা মুখাপেক্ষী পায় কি তারা ইনাম

সত নির্ভীক দরাজদিল ও সমাজসেবী হওয়া-
কষ্টে যাদের দিনগুজরান তাদের দোয়া পাওয়া

চক্ষুশীতল হয় কি তাঁদের সন্তুষ্ট কি তাঁরা
যেই মা-বাবা থাকলে খুশী জীবন আলোয় ভরা

অনাত্মীয়-আত্মীয়রা সবকিছুতেই স্মরে
যাদের দোয়া ছাতার মত থাকে মাথার পরে

মন্দকামের নন্দরা সব যার নামেতে ডরায়
জন্মদিনের হিসাব তারই- পূণ্যে জীবন ভরায়!!
সত্য-বিচার সভ্য-সমাজ গড়তে জীবন পণ
আল্লাহ প্রভূ সহায় থাকুক চেষ্টা আমরণ!!
[সালতামামী কল্যানকর, থাকলে মনে আল্লাহর ডর]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast