www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তিন কন্যার ছড়া

তিন কন্যার বসত সেতো বেহেস্তের বাগান
কিচির-মিচির কলকাকলি শীতল করে প্রাণ
একটা করে সাজুগুজু একটা নাচে গায়
ছোট্ট পুতুল রঙের তূলি লাগায় হাতে পায়

তিন কন্যায় টিকিট মিলে জান্নাতুল ফেরদৌস
কোন পাগলে করবে হেলা- হয়না মনে খোশ ?
হিংসা করে লাভ হবেনা, নসীব থাকা চাই-
যাদের ঘরে একটা-দুটো- যতন করো তা-ই

নামের দিকে খেয়াল রেখো- বলতে পারো শরা?
অর্থসহ বলতে হবে- নইলে খাবে ধরা
নামের সাথে ভাগ্য-স্বভাব এক লাইনে চলে-
আমার প্রিয় বিশ্বনেতা এমন কথাই বলে
(বলেন, ﷺ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

আল্লাহ মালিক দিও ওদের দ্বীনের সঠিক বুঝ-
তোমার রহম রাখুক তাদের আবাদা মাহফুজ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এনামুল হক মানিক ১৭/১০/২০১৪
    এক কথায় চমৎকার ! ধন্যবাদ কবি। শুভ কামনা সতত ।
  • শিমুল শুভ্র ১৭/১০/২০১৪
    খুব সুন্দর কবিতা ।
 
Quantcast