আমন্ত্রণ
মন চাইলে আইসো বন্ধু আমার বাড়িতে,
দু'মুঠো চাল বাড়িয়ে দিবো শখের হাঁড়িতে।
বসতে তোমায় দিবো বন্ধু আঁচলখানি পেতে,
ঝিঁঝিঁদের গান শোনাবো কাজলঘেরা রাতে।
দিদির সাথে চড়ুইভাতি করবো সারাবেলা,
আমবগানে মাতবো বন্ধু ভর দুপুরবেলা।
হাঁটুজলে খলশে পুটির দেখবো আনাগোনা,
নকশিকাঁথায় স্বপ্নটা যে মায়ের হাতের বোনা।
আমার বাড়ি খেতে দিবো মুড়কি,চিড়ে,দই,
মায়ের পেটের বোনের মত হবো প্রাণের সই!
ধুলোর মায়া গায়ে মেখে চলবো হেলেদুলে,
বোনের ডাকে দিবো সাড়া প্রাণখানি খুলে।
রাখালিয়া বাঁশির সুরে উদাস দুপুরবেলা,
দু'চোখ বেয়ে নিদ্রারাণি নামবে অলসবেলা!
পথিক হবো অজানা গাঁয় আঁকাবাঁকা পথে,
বিজন বনে স্বজন হবো আমি তোরই সাথে!
কৃষক যদি ডাক দিয়ে যায় মধুরসুরে ভাই,
পিছন ফিরে দেখবো বন্ধু মায়ায় ছলনায়।
মায়ায় মায়ায় রাখবো বন্ধু চিরবন্দী করে,
পারবি কি থাকতে বন্ধু আমায় ছেড়ে দূরে!
সকল কষ্ট যাবি ভুলে রাখলে গাঁয়ে পা,
দুঃখগাঁথা অমর হয়ে সুখে ধোয়ায় গা।
দু'মুঠো চাল বাড়িয়ে দিবো শখের হাঁড়িতে।
বসতে তোমায় দিবো বন্ধু আঁচলখানি পেতে,
ঝিঁঝিঁদের গান শোনাবো কাজলঘেরা রাতে।
দিদির সাথে চড়ুইভাতি করবো সারাবেলা,
আমবগানে মাতবো বন্ধু ভর দুপুরবেলা।
হাঁটুজলে খলশে পুটির দেখবো আনাগোনা,
নকশিকাঁথায় স্বপ্নটা যে মায়ের হাতের বোনা।
আমার বাড়ি খেতে দিবো মুড়কি,চিড়ে,দই,
মায়ের পেটের বোনের মত হবো প্রাণের সই!
ধুলোর মায়া গায়ে মেখে চলবো হেলেদুলে,
বোনের ডাকে দিবো সাড়া প্রাণখানি খুলে।
রাখালিয়া বাঁশির সুরে উদাস দুপুরবেলা,
দু'চোখ বেয়ে নিদ্রারাণি নামবে অলসবেলা!
পথিক হবো অজানা গাঁয় আঁকাবাঁকা পথে,
বিজন বনে স্বজন হবো আমি তোরই সাথে!
কৃষক যদি ডাক দিয়ে যায় মধুরসুরে ভাই,
পিছন ফিরে দেখবো বন্ধু মায়ায় ছলনায়।
মায়ায় মায়ায় রাখবো বন্ধু চিরবন্দী করে,
পারবি কি থাকতে বন্ধু আমায় ছেড়ে দূরে!
সকল কষ্ট যাবি ভুলে রাখলে গাঁয়ে পা,
দুঃখগাঁথা অমর হয়ে সুখে ধোয়ায় গা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সভ্যচাষী সপ্তম ০৪/০৬/২০১৮
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২০/০৩/২০১৮অসাধারন
-
মীর মুহাম্মাদ আলী ২০/০৩/২০১৮ভালো।
-
মোঃ ফাহাদ আলী ২০/০৩/২০১৮পল্লী নিয়ে প্রাণবন্ত লেখা।
-
রেজাউল রেজা (নীরব কবি) ২০/০৩/২০১৮আমন্ত্রণ ভাল লাগল
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২০/০৩/২০১৮কিছুটা 'পল্লী কবির' সুর ঝংকৃত হলো ।
প্রকৃতির অপরুপ বর্ণনা দৃর্শিত হলো ।
বেশ ভাল লাগলো । ধন্যবাদ ।
কবিতার গাঁয়ে
অজশ্রশ্রাবণে ভিজে
কাঁচা সৌদা গন্ধ পায়ে
মেখে