www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমন্ত্রণ

মন চাইলে আইসো বন্ধু আমার বাড়িতে,
দু'মুঠো চাল বাড়িয়ে দিবো শখের হাঁড়িতে।
বসতে তোমায় দিবো বন্ধু আঁচলখানি পেতে,
ঝিঁঝিঁদের গান শোনাবো কাজলঘেরা রাতে।

দিদির সাথে চড়ুইভাতি করবো সারাবেলা,
আমবগানে মাতবো বন্ধু ভর দুপুরবেলা।
হাঁটুজলে খলশে পুটির দেখবো আনাগোনা,
নকশিকাঁথায় স্বপ্নটা যে মায়ের হাতের বোনা।

আমার বাড়ি খেতে দিবো মুড়কি,চিড়ে,দই,
মায়ের পেটের বোনের মত হবো প্রাণের সই!
ধুলোর মায়া গায়ে মেখে চলবো হেলেদুলে,
বোনের ডাকে দিবো সাড়া প্রাণখানি খুলে।

রাখালিয়া বাঁশির সুরে উদাস দুপুরবেলা,
দু'চোখ বেয়ে নিদ্রারাণি নামবে অলসবেলা!
পথিক হবো অজানা গাঁয় আঁকাবাঁকা পথে,
বিজন বনে স্বজন হবো আমি তোরই সাথে!

কৃষক যদি ডাক দিয়ে যায় মধুরসুরে ভাই,
পিছন ফিরে দেখবো বন্ধু মায়ায় ছলনায়।
মায়ায় মায়ায় রাখবো বন্ধু চিরবন্দী করে,
পারবি কি থাকতে বন্ধু আমায় ছেড়ে দূরে!

সকল কষ্ট যাবি ভুলে রাখলে গাঁয়ে পা,
দুঃখগাঁথা অমর হয়ে সুখে ধোয়ায় গা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast