www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটিমাত্র মন

আমি উদ্বাস্তু হয়ে--
ছুটে চলি মহাকালের শূন্যতায়,
অপ্রাপ্তিকে ওষ্ঠাগত করি--
শূন্যতাকে ভরে তুলি পরিপূর্ণতায়!

কলকল স্রোতধারায় খুঁজি সুরের মুর্ছনা
পাপকে ঠেলে দেই পাপের ধারায়--
পূণ্যকে করি গলের গহনা!

আমি নিজেই কলঙ্ক,
দুস্প্রাপ্যতার আড়ালে থেকেও--
হতে চাই নিষ্কলঙ্ক!
পদভারে বয়ে বেড়াই যতো অশনি,
নিষ্পাপজনে বিলেয়ে দেই হৃদয়খানি!

আমি আঁধারের পথিক,
বক্ষপাঁজরে আঁধারকে রাখি--
সাজাই সহস্রাব্দের প্রতীক!
আলো যতো ছড়াই অবনী'পরে,
হাসি ছড়াতে জনমভরে!

আমি এসেছি বিধাতার ইচ্ছা পূরণে,
কর্ম করিনি কোনো করণে!
ঝাঞ্জা যতো দলেছি পদে-
কুষ্ঠঘ্ন হৃদে বেসাতি করে পাকা,
কালের যাত্রায় অচেনা পথচারীর--
পথকেই করেছে ফাঁকা!

মোহনবাগের বাঁশরি,
খুলে দেই দ্বোর, খুলে দেই তাড়াতাড়ি!
কেউ দিওনা ফাঁকি আমায় কেউ দিওনা আঁড়ি!
আমি পরপারে রাখবো পা--
অবনী'পরে রেখে যাবো নিজ ছায়া,
মনোবাসরে স্থান লাভেতে ---
খুঁজে বেড়াই হাজার মায়া!

আমি নষ্ট চিত্তে হয়েছি পথভ্রষ্ট,
যা আছে কল্যান হতে চাই তাতেই নিষ্ট!
রুষ্ঠ করেছো চিত্ত আমায়--
আমি কি মহাকঙ্কাল!
তাইতো আমার সাধ জাগে মনে--
দুর করতে ধরণীর জঞ্জাল!

এসো, এসোনা বুকপাঁজরে,
গুনেগুনে দেখো প্রতিটি অস্থি--
কী বেদনার সুরে বাজে!
মুছে দিতে চায় সব অসময়
সময়ে করুক খেলা,
চাই তোমাদের মুক্তি আমি--
সয়ে যতো অবহেলা!

আজকের পৃথিবী এমন হোক --
ফুলেফুলে সাজুক প্রতিটি কোণ,
গত হলে আমি ভীত নই তাতে --
ছিলো তো আমার একটিমাত্র মন!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast