www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হে অন্তর্যামী

হে অন্তর্যামী-
বসে অন্তর্বাসে,
মেটাও অন্তর্জ্বালা-
আমি মুক্তিকামী!

রেখো তিরোধানে-
অতি সঙ্গোপনে,
মেঘ ঈশানকোণে-
জমাই আপনমনে!

আমি মহাপাপী-
চলেছি সর্বদাপী,
কুঁড়িয়ে চুপিচাপি-
পাপের পাহাড়ে সপি!

মুক্তির নাই ভরসা-
মনে তবুও আশা,
রেখোনা জিজ্ঞাসা-
হৃদয়ের হতাশা।

তোমারই মর্মবাণী-
বুঝতে হীন আমি,
শ্রেষ্ঠ সম্পদ মানী-
অবহেলে কুড়াইনি!

আজ অবেলাতে-
যে করুণা পেতে,
রয়েছি দু'হাত পেতে,
আঁধারের শেষ প্রাতে।

দেখাও আলোর রেখা-
আমি নাদান ভুখা,
ক্ষমার মেরুরেখা-
প্রাপ্তিতে সেই দেখা।

কোনপথে মুক্তি -
জানিনা কোনো যুক্তি,
নাই মনোশক্তি,
তুমিই দাও মুক্তি।

আমি কিতাবে অজ্ঞ -
কেমনে করি যজ্ঞ,
তুমিতো মহাপ্রজ্ঞা,
আমি যে চাই আজ্ঞা!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast