বাসন্তী প্রেম
সখি তোর রঙ মহলে একটু যায়গা দেনা,
নেশার ঘোরে মাতাল প্রেম করি লেনাদেনা!
ফাগুন হাওয়া লাগলো আজি প্রকৃতির গায়,
আসীন যত প্রেম পল্লবী মধুর সুরে গায়।
নিশির ঘোরে নেশার আঁখি স্বপ্ন রঙে বিভোর,
সুর ঝরাবে সুখের পাখি পায় যদি তোর আদর!
রাখনা খুলে বদ্ধ দ্বোর উতাল হাওয়ার কোলে,
আসুক ভেসে মধুর সুর প্রেম কোকিলের বোলে।
চারদেয়ালে এঁকে দিবো চন্দ্র রূপের ভাষা,
হাজার বছর কেটে যাবে বুকে নিয়ে আশা!
আমিতে তুই মিশে হবি হোলির আলপনায়,
রাঙাবি গাল দেবীর রঙে বিভোর কল্পনায়।
রাতজাগা পাখির দারোয়ানি বকুল বনের ডালে,
শিমুল দেখ মুচকি হেসে লুটায় চাঁদের কোলে।
রঙেরঙে আজ মাতে এ মন নূপুরধ্বনির সুরে,
দুঃখ-গ্লানি আছে যত আজ পায়ে ঠেলবো দূরে!
নরকে আজ স্বর্গের সুখ বিছিয়ে দেইনা চাদর,
কাজলচোখে মুঠিমুঠি সুখ স্বর্গদেবীরর আদর!
কঙ্কণে আজ ভাঙে যদি কলঙ্কের সংসার,
কুড়ায়ে যতো লেনাদেনা হৃদয়ের হাহাকার।
নীলাঁচলে জড়াবো সখি সপ্ত রঙের হোলি,
রথের চাকায় পিষ্ঠ হয়ে জীবন দিবো বলি।
রঙমহলটা রাঙিয়েছে দেখ কবির আলপনায়,
ক্ষতি কিরে মাতি যদি দুজন বিভোর কল্পনায়!
নেশার ঘোরে মাতাল প্রেম করি লেনাদেনা!
ফাগুন হাওয়া লাগলো আজি প্রকৃতির গায়,
আসীন যত প্রেম পল্লবী মধুর সুরে গায়।
নিশির ঘোরে নেশার আঁখি স্বপ্ন রঙে বিভোর,
সুর ঝরাবে সুখের পাখি পায় যদি তোর আদর!
রাখনা খুলে বদ্ধ দ্বোর উতাল হাওয়ার কোলে,
আসুক ভেসে মধুর সুর প্রেম কোকিলের বোলে।
চারদেয়ালে এঁকে দিবো চন্দ্র রূপের ভাষা,
হাজার বছর কেটে যাবে বুকে নিয়ে আশা!
আমিতে তুই মিশে হবি হোলির আলপনায়,
রাঙাবি গাল দেবীর রঙে বিভোর কল্পনায়।
রাতজাগা পাখির দারোয়ানি বকুল বনের ডালে,
শিমুল দেখ মুচকি হেসে লুটায় চাঁদের কোলে।
রঙেরঙে আজ মাতে এ মন নূপুরধ্বনির সুরে,
দুঃখ-গ্লানি আছে যত আজ পায়ে ঠেলবো দূরে!
নরকে আজ স্বর্গের সুখ বিছিয়ে দেইনা চাদর,
কাজলচোখে মুঠিমুঠি সুখ স্বর্গদেবীরর আদর!
কঙ্কণে আজ ভাঙে যদি কলঙ্কের সংসার,
কুড়ায়ে যতো লেনাদেনা হৃদয়ের হাহাকার।
নীলাঁচলে জড়াবো সখি সপ্ত রঙের হোলি,
রথের চাকায় পিষ্ঠ হয়ে জীবন দিবো বলি।
রঙমহলটা রাঙিয়েছে দেখ কবির আলপনায়,
ক্ষতি কিরে মাতি যদি দুজন বিভোর কল্পনায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সভ্যচাষী সপ্তম ০৪/০৩/২০১৮
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৩/০৩/২০১৮বসন্ত প্রেম জাগ্রত হোক
-
জসিম মাহমুদ ০৩/০৩/২০১৮চমৎকার! তবে ছন্দটা আর একবার দেখবেন কবি।
-
কামরুজ্জামান সাদ ০৩/০৩/২০১৮দারুণ লিখেছেন।
-
মধু মঙ্গল সিনহা ০৩/০৩/২০১৮প্রিয় কবি দারুণ
-
আবদুল্লাহ আল রাফি ০২/০৩/২০১৮nice
-
মোঃআরাফাত হোসাইন ০২/০৩/২০১৮wow
-
এস এম সাফায়েত ০২/০৩/২০১৮হুম ভাল কবিতা
নতুন পাতার সবুজ ফ্রেম