আপন ঠিকানা
শেষ বেলার উপহাস লাগে বড় মধুময়,
প্রশংসা পাইলেও তাতো কোনো কাজের নয়!
শিয়রে দাড়িয়ে তুমি পড়ছো মন্ত্রবল,
তাতে কি হবে তোমার শ্রান্তি বিলাস বল!
কোরআন পড়, হাদীস পড়, কিংবা গীতা বাইবেল,
যতই অনুকম্পা চাও সবই যে গড়মিল!
কি পাবে ভেবে দেখো অসাড় এ জীবনে,
সময়ের একফোঁড় দাওনিতো ভুবনে!
এতটা পথ তুমি পেরিয়ে এখন
শেষ প্রান্তে বেলা এসেছে যখন!
অসহায়ের মতো দাড়িয়ে দিকভ্রান্ত পথিক,
শেষ সময়ের অপেক্ষায় খুঁজছো পথ সঠিক!
আঁধার গিলেছে তোমার সর্বদাপী বল,
কোথায় হারিয়েছে খুঁজো নিজ মন্ত্রবল!
জগৎ জননীর কোলে ঘুমিয়ছো আজন্মকাল,
মহামায়ায় আঁকড়ে সবই শূন্য ফলাফল!
মুঠোভরা আগমনী পথিক ছিলে যেদিন,
আমার আমিত্বকে হারিয়ে দিনদিন!
পেরুতে কি পারবে আর কাটাতারের সীমানা!
য়েখানে রয়েছে তোমার আপন ঠিকানা!
প্রশংসা পাইলেও তাতো কোনো কাজের নয়!
শিয়রে দাড়িয়ে তুমি পড়ছো মন্ত্রবল,
তাতে কি হবে তোমার শ্রান্তি বিলাস বল!
কোরআন পড়, হাদীস পড়, কিংবা গীতা বাইবেল,
যতই অনুকম্পা চাও সবই যে গড়মিল!
কি পাবে ভেবে দেখো অসাড় এ জীবনে,
সময়ের একফোঁড় দাওনিতো ভুবনে!
এতটা পথ তুমি পেরিয়ে এখন
শেষ প্রান্তে বেলা এসেছে যখন!
অসহায়ের মতো দাড়িয়ে দিকভ্রান্ত পথিক,
শেষ সময়ের অপেক্ষায় খুঁজছো পথ সঠিক!
আঁধার গিলেছে তোমার সর্বদাপী বল,
কোথায় হারিয়েছে খুঁজো নিজ মন্ত্রবল!
জগৎ জননীর কোলে ঘুমিয়ছো আজন্মকাল,
মহামায়ায় আঁকড়ে সবই শূন্য ফলাফল!
মুঠোভরা আগমনী পথিক ছিলে যেদিন,
আমার আমিত্বকে হারিয়ে দিনদিন!
পেরুতে কি পারবে আর কাটাতারের সীমানা!
য়েখানে রয়েছে তোমার আপন ঠিকানা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সভ্যচাষী সপ্তম ০৪/০৩/২০১৮অমায়িক
-
আসিফ আহম্মেদ ০২/০৩/২০১৮দারুণ
-
মোঃ ফাহাদ আলী ০১/০৩/২০১৮ভালো লাগল। ভালোবাসা রইল প্রিয় কবি।
-
সয়েল সেলিম হাসান ০১/০৩/২০১৮অসাধারণ
-
সয়েল সেলিম হাসান ০১/০৩/২০১৮খুব সুন্দর
-
সয়েল সেলিম হাসান ০১/০৩/২০১৮খুব সুন্দর
-
মল্লিকা রায় ০১/০৩/২০১৮ভালো লাগল ,শুভেচ্ছা কবি।