আপন আলোয়
হারাই যদি ওপারের ভীড়ে
খুঁজোনা আমায় এপারের নীড়ে,
এপারে ওপারে মিলন সন্ধিক্ষণ,
বাঁধতে জীবন ক্ষণিক মরণ!
আসি অবেলায় হাসি ও কান্নায়
একূল ওকূল দু'কুলেই ভাসায়!
রাখতে বিধি নিছক অবহেলায়
কোন্ সুবাসে হৃদয়টা দোলায়!
শস্যক্ষেতে মুঠিমুঠি সোনা
তবুও বাড়িয়ে আমার দেনা,
মূল্য দিয়ে তা যায়না কেনা
অপূর্ণতায় আজ মনোবাসনা!
পাপেপাপে আজ হৃদ কালিমা
নোঙর করেছে ঘাটের মজমা,
আসি আসি বলে স্বপ্ন মারমা
কেঁদেকেঁদে ফিরে যায় জজমা!
হিতে বিপরিত ঘটেছে কালে
স্নিগ্ধ সুবাস ছোঁয়নিতো ভালে!
পরশে আজ যত সোনা ছিলে
বেপরোয়া গ্রাসে নিয়েছে গিলে!
বেঁধেছিলো যে আপনার করে
ছেড়েছে নীড় কী যেনো ডরে!
জগৎ জুড়ে তাই এমনি করে
শৃঙ্খল নেই কোনো বাহুডোরে।
অসমাপ্ত সেই গানের কলি,
থাকতে হৃদয়ে গিয়েছি ভুলি!
মনোবেদনা তাই কী করে বলি
আপন আলোয় আপন পথ চলি।
১৭/০২/২০১৮ খ্রীঃ
ফরিদপুর।
খুঁজোনা আমায় এপারের নীড়ে,
এপারে ওপারে মিলন সন্ধিক্ষণ,
বাঁধতে জীবন ক্ষণিক মরণ!
আসি অবেলায় হাসি ও কান্নায়
একূল ওকূল দু'কুলেই ভাসায়!
রাখতে বিধি নিছক অবহেলায়
কোন্ সুবাসে হৃদয়টা দোলায়!
শস্যক্ষেতে মুঠিমুঠি সোনা
তবুও বাড়িয়ে আমার দেনা,
মূল্য দিয়ে তা যায়না কেনা
অপূর্ণতায় আজ মনোবাসনা!
পাপেপাপে আজ হৃদ কালিমা
নোঙর করেছে ঘাটের মজমা,
আসি আসি বলে স্বপ্ন মারমা
কেঁদেকেঁদে ফিরে যায় জজমা!
হিতে বিপরিত ঘটেছে কালে
স্নিগ্ধ সুবাস ছোঁয়নিতো ভালে!
পরশে আজ যত সোনা ছিলে
বেপরোয়া গ্রাসে নিয়েছে গিলে!
বেঁধেছিলো যে আপনার করে
ছেড়েছে নীড় কী যেনো ডরে!
জগৎ জুড়ে তাই এমনি করে
শৃঙ্খল নেই কোনো বাহুডোরে।
অসমাপ্ত সেই গানের কলি,
থাকতে হৃদয়ে গিয়েছি ভুলি!
মনোবেদনা তাই কী করে বলি
আপন আলোয় আপন পথ চলি।
১৭/০২/২০১৮ খ্রীঃ
ফরিদপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৯/০২/২০১৮দারুণ লিখেছেন।
-
মোঃ ফাহাদ আলী ১৮/০২/২০১৮সুন্দর লেখা।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৮/০২/২০১৮বেশ ভাল কবিতা ।
-
আর, এস, রায়হান মজুমদার ১৮/০২/২০১৮অসাধানর কবি।
-
মধু মঙ্গল সিনহা ১৮/০২/২০১৮খুব ভাল,আন্তরিক ধন্যবাদ প্রিয় কবিবন্ধু।
-
Rabia Onti ১৭/০২/২০১৮খুব ভাল