www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শেষ ট্রেন

মিশেমিশে অন্তরে
নোঙর করি বন্দরে
বাসুকির ফণা জাপটে ধরি!
ঈর্ষার কোলঘেষে
বরণ করি হেসেহেসে
কেনো সেই বিষকেই ডরি!

কাহিনীর অসমতা
জীবনের এই ব্যর্থতা
খুড়িয়ে খুড়িয়ে চলে তাই!
আজ নয় কাল হবে
এসেছি যখন ভবে
এই আশায় বুক বেঁধে রই!

পুষ্পের ভালোবাসা
মিটায় মিছে আশা
কোন সুদূরে সুখের কুঞ্জবন!
আমিতে তাঁরই ছায়া
বাড়িয়ে মিছে মায়া
মৌচাকবিহীন মধুবন!

দাঁড়ায়ে কোন কূলে
ঢেউ উঠেছে ফুলে
অতলে নাই যে কিনার!
কত সংগ্রহ করি
হাতে শূন্য কড়ি
মূল্য যে নাই এক দিনার!

এই অসম মায়া
আঁধারে বিলীন কায়া
দূর প্রবাসে বেঁধে ঘর!
জানিনা সে গন্তব্য
কেনো করি মন্তব্য
যা ছিলো সবই যে পর!

বসে মায়ার কোলে
সবই গেছি ভুলে
শেষবারের ট্রেনটির আশে!
গোধুলি চলে বয়ে
আঁধার আসে ধেয়ে
কেউতো নাই আর পাশে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Shafi md Omar Faruq ১৭/০২/২০১৮
    মায়া মিছে নয়, মায়া চিরন্তন। ভাল খুব লিখেছেন ।
  • মধু মঙ্গল সিনহা ১৬/০২/২০১৮
    ভাল লাগল প্রিয়,ধন্যবাদ ।
  • বেশ লাগিলো
 
Quantcast