শেষ ট্রেন
মিশেমিশে অন্তরে
নোঙর করি বন্দরে
বাসুকির ফণা জাপটে ধরি!
ঈর্ষার কোলঘেষে
বরণ করি হেসেহেসে
কেনো সেই বিষকেই ডরি!
কাহিনীর অসমতা
জীবনের এই ব্যর্থতা
খুড়িয়ে খুড়িয়ে চলে তাই!
আজ নয় কাল হবে
এসেছি যখন ভবে
এই আশায় বুক বেঁধে রই!
পুষ্পের ভালোবাসা
মিটায় মিছে আশা
কোন সুদূরে সুখের কুঞ্জবন!
আমিতে তাঁরই ছায়া
বাড়িয়ে মিছে মায়া
মৌচাকবিহীন মধুবন!
দাঁড়ায়ে কোন কূলে
ঢেউ উঠেছে ফুলে
অতলে নাই যে কিনার!
কত সংগ্রহ করি
হাতে শূন্য কড়ি
মূল্য যে নাই এক দিনার!
এই অসম মায়া
আঁধারে বিলীন কায়া
দূর প্রবাসে বেঁধে ঘর!
জানিনা সে গন্তব্য
কেনো করি মন্তব্য
যা ছিলো সবই যে পর!
বসে মায়ার কোলে
সবই গেছি ভুলে
শেষবারের ট্রেনটির আশে!
গোধুলি চলে বয়ে
আঁধার আসে ধেয়ে
কেউতো নাই আর পাশে!
নোঙর করি বন্দরে
বাসুকির ফণা জাপটে ধরি!
ঈর্ষার কোলঘেষে
বরণ করি হেসেহেসে
কেনো সেই বিষকেই ডরি!
কাহিনীর অসমতা
জীবনের এই ব্যর্থতা
খুড়িয়ে খুড়িয়ে চলে তাই!
আজ নয় কাল হবে
এসেছি যখন ভবে
এই আশায় বুক বেঁধে রই!
পুষ্পের ভালোবাসা
মিটায় মিছে আশা
কোন সুদূরে সুখের কুঞ্জবন!
আমিতে তাঁরই ছায়া
বাড়িয়ে মিছে মায়া
মৌচাকবিহীন মধুবন!
দাঁড়ায়ে কোন কূলে
ঢেউ উঠেছে ফুলে
অতলে নাই যে কিনার!
কত সংগ্রহ করি
হাতে শূন্য কড়ি
মূল্য যে নাই এক দিনার!
এই অসম মায়া
আঁধারে বিলীন কায়া
দূর প্রবাসে বেঁধে ঘর!
জানিনা সে গন্তব্য
কেনো করি মন্তব্য
যা ছিলো সবই যে পর!
বসে মায়ার কোলে
সবই গেছি ভুলে
শেষবারের ট্রেনটির আশে!
গোধুলি চলে বয়ে
আঁধার আসে ধেয়ে
কেউতো নাই আর পাশে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Shafi md Omar Faruq ১৭/০২/২০১৮মায়া মিছে নয়, মায়া চিরন্তন। ভাল খুব লিখেছেন ।
-
মধু মঙ্গল সিনহা ১৬/০২/২০১৮ভাল লাগল প্রিয়,ধন্যবাদ ।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৬/০২/২০১৮বেশ লাগিলো