দুঃখ-যোগে মঙ্গল
যখন ছিলো মঙ্গলে বাস,
হৃদয়ে ছিলো কতো আশ!
মনে ছিলো সুখের আবাস,
দিবা রাতের মঙ্গল নিবাস!
হায়রে অধম অন্ধ মঙ্গল!
আঁকড়ে আছে কতো জঙ্গল,
পুঁজিপতির মনের আশ,
মঙ্গলেতে করবে সে বাস!
সেদিন হতে মঙ্গল আমার,
জমির ফসল করলো সাবাড়,
এড়িয়ে চলে আমায় ছেড়ে,
দুঃখ আমায় তাড়া করে।
করছি এখন দুঃখের সাধন,
বিনা খাদ্যে করছি ভোজন!
অমঙ্গল তুই অতি আপন,
জড়িয়ে রাখিস যখন তখন!
যেদিন আমায় করবি পর,
রাখিস তকমা খোদার উপর!
দুঃখ-যোগে পেতে আসন,
করিস নারে আমায় বারণ।
হৃদয়ে ছিলো কতো আশ!
মনে ছিলো সুখের আবাস,
দিবা রাতের মঙ্গল নিবাস!
হায়রে অধম অন্ধ মঙ্গল!
আঁকড়ে আছে কতো জঙ্গল,
পুঁজিপতির মনের আশ,
মঙ্গলেতে করবে সে বাস!
সেদিন হতে মঙ্গল আমার,
জমির ফসল করলো সাবাড়,
এড়িয়ে চলে আমায় ছেড়ে,
দুঃখ আমায় তাড়া করে।
করছি এখন দুঃখের সাধন,
বিনা খাদ্যে করছি ভোজন!
অমঙ্গল তুই অতি আপন,
জড়িয়ে রাখিস যখন তখন!
যেদিন আমায় করবি পর,
রাখিস তকমা খোদার উপর!
দুঃখ-যোগে পেতে আসন,
করিস নারে আমায় বারণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১১/০২/২০১৮অনেক ভাল,ধন্যবাদ প্রিয় কবি।
-
সাইয়িদ রফিকুল হক ১১/০২/২০১৮বেশ!
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১১/০২/২০১৮দুখে সুখেই তো জীবন
দুইয়ি সবার আপন ।
হোক সবার জীবন মঙ্গলময় । -
রেজাউল রেজা (নীরব কবি) ১১/০২/২০১৮nice.!