অস্পর্শ ব্যথা
আগে পরে কেউ ছিলনা
ছিলেন অন্তর্যামী,
আপন পর মিছে মায়ায়
হলাম বিপথগামী।
কেউ আপন কেউ পর
নিয়মনীতির খেলা,
কষ্ট বাড়ে ভীষণ রকম
করলে অবহেলা।
বিধির বিধান না মেনেই
চললাম দ্রুতযানে,
বিধি আমায় বাম করেছে
আহাজারি মনে।
দুষ্টপথ আর নষ্টামোতে
এলিয়ে সারাজীবন,
সাজের বেলা শূন্য হাতে
কেঁদে মরে মন।
আপন আমায় করিসনারে
দূরেই ফেলে রাখ,
দু'দিন পরে এমনি করেই
হয়ে যাবো ফাঁক।
স্মরণ যদি করিস আমায়
ব্যথা নিয়ে বুকে,
চাইবি আমি ওপারেতে
থাকি যেনো সুখে।
ছিলেন অন্তর্যামী,
আপন পর মিছে মায়ায়
হলাম বিপথগামী।
কেউ আপন কেউ পর
নিয়মনীতির খেলা,
কষ্ট বাড়ে ভীষণ রকম
করলে অবহেলা।
বিধির বিধান না মেনেই
চললাম দ্রুতযানে,
বিধি আমায় বাম করেছে
আহাজারি মনে।
দুষ্টপথ আর নষ্টামোতে
এলিয়ে সারাজীবন,
সাজের বেলা শূন্য হাতে
কেঁদে মরে মন।
আপন আমায় করিসনারে
দূরেই ফেলে রাখ,
দু'দিন পরে এমনি করেই
হয়ে যাবো ফাঁক।
স্মরণ যদি করিস আমায়
ব্যথা নিয়ে বুকে,
চাইবি আমি ওপারেতে
থাকি যেনো সুখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১০/০২/২০১৮অনেক ভাল
-
সাইয়িদ রফিকুল হক ১০/০২/২০১৮ভালো।
-
রেজাউল রেজা (নীরব কবি) ১০/০২/২০১৮শুভকামনা প্রিয়,সাথে আমন্ত্রণ
-
সভ্যচাষী সপ্তম ১০/০২/২০১৮শুভকামনা রইলো।