জয়ের মালা
মোঃ আবুল হোসেন
মৃত্যুখেলায় মাতবো যেদিন
আসিস খোলা মাঠে,
মৃত্যু যদি যুদ্ধের হয়
অগ্নিজ্বলা কাঠে!
রণক্ষেত্র সাজিয়ে রাখিস
ডঙ্কা রণ সাজে,
বুকের পাঁজড় বিছিয়ে দিবো
সকাল কিংবা সাঁঝে!
পদব্রজে আসবো সেদিন
নিরস্ত্র এক সেপাই,
সেদিন কি আর পারবি করতে
আমার সাথে লড়াই!
চিত্তমাঝে সুখ ঝরাতে
থাকবি তখন ব্যস্ত,
দেখবি সেদিন দুঃখই তোর
খোদার হতে ন্যস্ত।
ঘোলাচোখে খোলাকাশে
বিদীর্ণ এক স্বপন,
উড়িয়ে নিবে তুলোর মত
করবি যতই বপন!
হাসবো আমি হেরে গিয়েও
জয়ের মালা পড়ে,
জয়ই তোর কষ্টের কারণ
ওপারেরই পাড়ে।
মৃত্যুখেলায় মাতবো যেদিন
আসিস খোলা মাঠে,
মৃত্যু যদি যুদ্ধের হয়
অগ্নিজ্বলা কাঠে!
রণক্ষেত্র সাজিয়ে রাখিস
ডঙ্কা রণ সাজে,
বুকের পাঁজড় বিছিয়ে দিবো
সকাল কিংবা সাঁঝে!
পদব্রজে আসবো সেদিন
নিরস্ত্র এক সেপাই,
সেদিন কি আর পারবি করতে
আমার সাথে লড়াই!
চিত্তমাঝে সুখ ঝরাতে
থাকবি তখন ব্যস্ত,
দেখবি সেদিন দুঃখই তোর
খোদার হতে ন্যস্ত।
ঘোলাচোখে খোলাকাশে
বিদীর্ণ এক স্বপন,
উড়িয়ে নিবে তুলোর মত
করবি যতই বপন!
হাসবো আমি হেরে গিয়েও
জয়ের মালা পড়ে,
জয়ই তোর কষ্টের কারণ
ওপারেরই পাড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ০৭/০২/২০১৮আশার বাণী আছে। শুভকামনা রইল প্রিয় কবি।
-
রা-ফা ০৭/০২/২০১৮কবি কি হইল আজ
-
কামরুজ্জামান সাদ ০৭/০২/২০১৮কবিতার শিরোনাম ঠিক করুন