বর্ণাঁচল (ভাষা দিবসের টনিক ৪)
বর্ণাঁচল
......................... মোঃ আবুল হোসেন
একবার এসো আমার অজপাড়াগাঁয়ে,
ঘুরেঘুরে দেখো একটু ডানে কিং'বা বায়ে!
চার বেহালার পালকী চড়ে
ভাষার রাণীর আঁচল উড়ে!
প্রাণখুলে গাইছে গান মনের রাগে,
অ, আ, ক, খ সুরের অণুরাগে!
আমার মায়ের হাসি যেথায় মুক্ত,
বোনের চপলা টোল রয়েছে উন্মুক্ত,
আম-জনতা মাতৃভাষায় গাইছে সারাবেলা,
ওরা মুক্ত, ওরা আপ্লুত, ওরা খেলছে প্রাণের খেলা!
গরু ডাকছে হাম্বা হাম্বা,
পাখির সুরের রেওয়াজ লম্বা!
নিজের মতো নিজের ভাষায় বলছে মনের কথা,
সবার মনের আকুতিটা পাচ্ছে প্রকাশ যেথা!
তোমার বইয়ের ভাষা বাংলাটাকে খাচ্ছে যেনো গিলে,
ভীনদেশীদের শব্দগুলো আঁকড়ে আছো দিলে!
বিদেশীদের ভাষা রপ্তে হইছো কতো মহান,
বাংলা তোমার রক্তে ভেজা শহিদ ছেলের দান?
আমায় দিবে সোনার পদক!
ভীনদেশীদের ভাষার জন্য হতে হবে সাধক?
আমি চাইনা পেতে সোনার পদক চাইনা হতে মহান,
মায়ের মুখের মধুর ভাষায় জুড়াক তবুও প্রাণ!
......................... মোঃ আবুল হোসেন
একবার এসো আমার অজপাড়াগাঁয়ে,
ঘুরেঘুরে দেখো একটু ডানে কিং'বা বায়ে!
চার বেহালার পালকী চড়ে
ভাষার রাণীর আঁচল উড়ে!
প্রাণখুলে গাইছে গান মনের রাগে,
অ, আ, ক, খ সুরের অণুরাগে!
আমার মায়ের হাসি যেথায় মুক্ত,
বোনের চপলা টোল রয়েছে উন্মুক্ত,
আম-জনতা মাতৃভাষায় গাইছে সারাবেলা,
ওরা মুক্ত, ওরা আপ্লুত, ওরা খেলছে প্রাণের খেলা!
গরু ডাকছে হাম্বা হাম্বা,
পাখির সুরের রেওয়াজ লম্বা!
নিজের মতো নিজের ভাষায় বলছে মনের কথা,
সবার মনের আকুতিটা পাচ্ছে প্রকাশ যেথা!
তোমার বইয়ের ভাষা বাংলাটাকে খাচ্ছে যেনো গিলে,
ভীনদেশীদের শব্দগুলো আঁকড়ে আছো দিলে!
বিদেশীদের ভাষা রপ্তে হইছো কতো মহান,
বাংলা তোমার রক্তে ভেজা শহিদ ছেলের দান?
আমায় দিবে সোনার পদক!
ভীনদেশীদের ভাষার জন্য হতে হবে সাধক?
আমি চাইনা পেতে সোনার পদক চাইনা হতে মহান,
মায়ের মুখের মধুর ভাষায় জুড়াক তবুও প্রাণ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৬/০২/২০১৮সুন্দর হয়েছে ভাই।
-
রা-ফা ০৬/০২/২০১৮সুন্দর
-
সভ্যচাষী সপ্তম ০৬/০২/২০১৮তারুণ্যে স্বাগত
আসুন বাঁচি সীমাহীন তারুণ্যে -
মোঃ ফাহাদ আলী ০৬/০২/২০১৮আরো ভালো চাই শুভকামনা রইল প্রিয় কবি।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৬/০২/২০১৮দারুন
-
আরিফ নীরদ ০৬/০২/২০১৮সুন্দর
-
কামরুজ্জামান সাদ ০৬/০২/২০১৮কবিতার শিরোনাম নির্বাচনে আরেকটু সতর্ক থাকুন।