দুখি বুড়ি
কিতা কইতাম ভাই
ছকুর পানি আয়
বুড়া দাদির কষ্ট দেখিয়া
বুকটা ফাটি যায়
তানর বড় দুখ
জীবন কাটাই লাইছইন তাইন
দেখছইন না সুখর মুখ।
তানর তিন পুয়া
এগিয়েও ফারটা ফারইন না
গাছ তাকি গুয়া
জামাই বেটা ভালাউ আছিল
দেখতে থুরা কালা
কম বয়সো মরায় তাইন
বুড়ি জ্বালাত পড়িগেলা
ছকুর পানি আয়
বুড়া দাদির কষ্ট দেখিয়া
বুকটা ফাটি যায়
তানর বড় দুখ
জীবন কাটাই লাইছইন তাইন
দেখছইন না সুখর মুখ।
তানর তিন পুয়া
এগিয়েও ফারটা ফারইন না
গাছ তাকি গুয়া
জামাই বেটা ভালাউ আছিল
দেখতে থুরা কালা
কম বয়সো মরায় তাইন
বুড়ি জ্বালাত পড়িগেলা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৪/০৬/২০২২সুন্দর ভাবনা
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৬/২০২২বেশ সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৩/০৬/২০২২বেশ ভাল লাগল।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১২/০৬/২০২২আঞ্চলিকতার সংমিশ্রন ভাল হয়েছে।
-
ফয়জুল মহী ১১/০৬/২০২২অনন্য লিখন শৈলীতে চমকপ্রদ ছন্দের প্রকাশ