সাইক্লন কিংবা সুনামি
মোঃ আবুল হাসান
---------------------------------
আকাশের সুর্যটা অনেক কঠিন,
তারচেয়ে ও কঠিন তোমার হৃদয়।
মেঘ এলে ডেকে যাবে,
মাটির বুক শিতল হবে।
আকাশে মেঘ আসুক,
দিগন্তে ঝর উঠুক।
তচনচ করে দিক মহের বাগান।
সিডর, সুনামি, সইক্লন এসব কিছু নয়।
তার চেয়ে ও বেশি ভয়
তোমার হৃদয়।
ঝলসে যাবে, পুরে যাবে, তচনচ
করে দেবে মহের বাগান।
সাইক্লন, সুনামি কিংবা মহা ঝর,
তারচেয়ে বেশি ভয়,
দিকে দিকে চাওনি তোমার।
সারা নিসি ভরে,
নিঘুম দু নয়নে একেছি তোমায়,
দেখেছিসুনামি বা সাইক্লন।
---------------------------------
আকাশের সুর্যটা অনেক কঠিন,
তারচেয়ে ও কঠিন তোমার হৃদয়।
মেঘ এলে ডেকে যাবে,
মাটির বুক শিতল হবে।
আকাশে মেঘ আসুক,
দিগন্তে ঝর উঠুক।
তচনচ করে দিক মহের বাগান।
সিডর, সুনামি, সইক্লন এসব কিছু নয়।
তার চেয়ে ও বেশি ভয়
তোমার হৃদয়।
ঝলসে যাবে, পুরে যাবে, তচনচ
করে দেবে মহের বাগান।
সাইক্লন, সুনামি কিংবা মহা ঝর,
তারচেয়ে বেশি ভয়,
দিকে দিকে চাওনি তোমার।
সারা নিসি ভরে,
নিঘুম দু নয়নে একেছি তোমায়,
দেখেছিসুনামি বা সাইক্লন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সভ্যচাষী সপ্তম ২৬/০৬/২০১৬
-
দ্বীপ সরকার ২৫/০৬/২০১৬ভালো লিখেছেন।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৫/০৬/২০১৬চলবে....:::::::::
-
অঙ্কুর মজুমদার ২৫/০৬/২০১৬nice
থাক কবি প্রাণে প্রাণে
বৈদিকমেঘ চিড়ে আসুক সূর্য
হৃদয়ে হৃদয়ে নৈতিক গানে।।
নিরন্তর শুভকামনা