www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি কবিতা লেখা হবে

..........................................................
একটি কবিতা লেখা হবে,
ঐ আকাশ কে নিয়ে।
যেথায় চন্দ্র ছিল,
তবে সুর্য ছিলনা।
একটি কবিতা লেখা হবে,
একটি পক্ষি নিয়ে যার-
পা ছিলো, ডানা ছিলোনা।
একটি কবিতা লেখা হবে,
শহিদ দিবশ নিয়ে-
যার ছন্দ ছিলো, ভাষা ছিলো না।
একটি কবিতা লেখা হবে,
একটি ধিঘি কে নিয়ে।
যার সাপলা ছিলো, পদ্ব ছিলোনা।
একটি কবিতা লেখা হবে
বসন্তের বৃক্ষ নিয়ে -
যার শাখা ছিলো, পাতা ছিলোনা।
একটি কবিতা লেখা হবে,
ফাতেমার বুকের ভালোবাসা নিয়ে-
যার শব্দ ছিলো, বাক্য ছিলোনা।
একটি কবিতা লেখা হবে,
বন্ধুত্ব নিয়ে, যার রং ছিলো-
মিল ছিলো না।
একটি কবিতা লেখা হবে,
নিল আকাসে ওরা ঐ-
সাদা বগ টি নিয়ে,
যার দেহ ছিলো নির ছিলোনা।
একটি কবিতা লেখা হবে।
নদিকে নিয়ে যার জল ছিলো,
তিঁর ছিলো না।
একটি কবিতা লেখা হবে,
গোলাপ কে নিয়ে-
যার কাটা ছিলো, শুগন্ধ ছিলো না।
একটি কবিতা লেখা হবে,
দরিদ্র পরিবার কে নিয়ে।
যার অস্তিত ছিলো, খাদ্য ছিলো না।
এমন সব কবিতা পেতে নিচের পেজ টা lake দিন........
https://mobile.facebook.com/বাংলা-কবিতা-840509429373144/
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৩/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast