দরিদ্র জিবন
কি দুঃসহ যন্তনার জিবন-
আসে পাসে যেদিকে যাই মৃতর হুমকি।
তাই মৃত কে বন্ধু করে নিয়েছে ওরা।।
এদিকে ক্ষনে ক্ষনে মার খায় দুরর্বল।
মুখ বুজে সহ্য করে কত যন্তনা
না খায়ার দল।
ওরা দু বেলা খেতে পাইনা,
মাথা গুজে সুতে পাইনা।
নির্যাতিত সেই মা বোন।
এখনো এমাটির বুকে
তাজা রক্ত সুকায়।
ত্রিশ লক্ষ শহিদের আন্তনাদ
শোনা যায়।
ধর্সিত মা বোনের রক্ত মাখা আচল
দেখা যায়।
এর পরেও অন্যের গোলামি।
চাল কিনতে খাজনা লাগে,
ঘর তুলতে বাজনা বাজে।
আর মুখ বুজলে কান্না আসে।
এটাকি বাংলার দরিদ্র জিবন।
আসে পাসে যেদিকে যাই মৃতর হুমকি।
তাই মৃত কে বন্ধু করে নিয়েছে ওরা।।
এদিকে ক্ষনে ক্ষনে মার খায় দুরর্বল।
মুখ বুজে সহ্য করে কত যন্তনা
না খায়ার দল।
ওরা দু বেলা খেতে পাইনা,
মাথা গুজে সুতে পাইনা।
নির্যাতিত সেই মা বোন।
এখনো এমাটির বুকে
তাজা রক্ত সুকায়।
ত্রিশ লক্ষ শহিদের আন্তনাদ
শোনা যায়।
ধর্সিত মা বোনের রক্ত মাখা আচল
দেখা যায়।
এর পরেও অন্যের গোলামি।
চাল কিনতে খাজনা লাগে,
ঘর তুলতে বাজনা বাজে।
আর মুখ বুজলে কান্না আসে।
এটাকি বাংলার দরিদ্র জিবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুহুল আমীন দুর্জয় ০৩/০৯/২০১৫খুব কষ্ট পেলাম।
-
আল মামুন ০২/০৯/২০১৫অনেক সুন্দর ভাবছন্দ ভালো লাগলো ।
-
শাহাদাত হোসেন রাতুল ০১/০৯/২০১৫lekha besh Vlo llaglo kobi bondhu
Jibon Ta thik kore Nebn Dhonno bad -
কিশোর কারুণিক ০১/০৯/২০১৫ভাল
-
সূর্য মুহাম্মাদ জান ৩১/০৮/২০১৫ভালো হয়েছে