www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনামিকা

- মোঃ আবুল হাসান
কি যানি কি বর্ন তার-
নিজেকে ভুলে তারেই মনে পরে বারে বার।
তারই বন্ধনা করি।
কি অভাগা আমি-
বিধাতা কে ভুলে তাকেই সরন করি।
তারই বন্ধনা মনে।
দেখিতে না পেয়ে,
কেদে খুযে ফিরি ক্ষনে ক্ষনে।
যাকে নিয়ে গেথেছি উর্মিলা সপ্ন মালা।
কি যানি তার পরিচয়-
নামটাও হয়নি যানা।
হে সপ্ন সহচসরি,
চির যৌবনা বালা।
আজ লও মোর ভালোবাসা।
আমার হৃদয় কুরায়া।
হে সপ্ন সহচারি,
তোমার বন্ধনা করি।
সই তোমার ই যাতনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast