নদির পাসে একা
যারা আমার সাথে ছিলো-
সবাই চলে গেছে।
আমি একা।
পাশে একটা তাল গাছ,
তার পাশেই নদি।
মাযে মাযে বসে নদির ঢেউ গুনি।
মাযে মাযে আপরান হই।
ফিস ফিস হাওয়ায় জাগিয়ে তোলে।
আবার কখনো হারিয়ে যাই।
এক পাল গরু নিয়ে রাখাল ছেলে
বাসির সুর তোলে।
কখনো বাসির সুরে আপরান হই।
আবার কখনো রাগর্নিত হই।
এক যাক পানি কোর এসে চলে যাই।
সবাই হারিয়ে গেলে, বসে রবে কে?
বসে রই তাই।
কেহ এসে সিনান করে যাই ফিরে।
কেহ রয়না, তাই বসে রই তিরে।
সবাই চলে গেছে।
আমি একা।
পাশে একটা তাল গাছ,
তার পাশেই নদি।
মাযে মাযে বসে নদির ঢেউ গুনি।
মাযে মাযে আপরান হই।
ফিস ফিস হাওয়ায় জাগিয়ে তোলে।
আবার কখনো হারিয়ে যাই।
এক পাল গরু নিয়ে রাখাল ছেলে
বাসির সুর তোলে।
কখনো বাসির সুরে আপরান হই।
আবার কখনো রাগর্নিত হই।
এক যাক পানি কোর এসে চলে যাই।
সবাই হারিয়ে গেলে, বসে রবে কে?
বসে রই তাই।
কেহ এসে সিনান করে যাই ফিরে।
কেহ রয়না, তাই বসে রই তিরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কষ্টের ফেরিওলা ০৬/০৯/২০১৫খুব ভালো লাগছে