প্রেম
পৃথিবিতে কত ঐসয্য, কত রুপে রুপমা।
কিছুই চাইনা তার,
চাই সুধু তোনারই ভালোবাসা ফাতেমা।
একটি হৃদয়ে একটি ফুল,
প্রেম নদির দুটি কুল।
এক তির আমি তার।
অন্য তিরে রুপের ঐসয্যে রুপমা।
সত্যো বলছি ভালোবাসি ফাতেমা।
হৃদয়ের আন্ত আহাকার,
সবই ভালোবেসে তোমায়।
দেও তুমি যত দুঃখ
তবেও ভালোবাসা চাই তোমার।
চাইনা সুখের কনা,
দিতে যদি দূখের ভার?
চাইনি দামি কিছু,
চেয়েছি তোমার ভালোবাসা।
আমি অতি ক্ষিন ও তুচ্ছ।
দিও তুমি কষ্ট যত।
তবেও দিওনা হৃদয়
অনিচ্ছায় ভালোবাসা।
কিছুই চাইনা তার,
চাই সুধু তোনারই ভালোবাসা ফাতেমা।
একটি হৃদয়ে একটি ফুল,
প্রেম নদির দুটি কুল।
এক তির আমি তার।
অন্য তিরে রুপের ঐসয্যে রুপমা।
সত্যো বলছি ভালোবাসি ফাতেমা।
হৃদয়ের আন্ত আহাকার,
সবই ভালোবেসে তোমায়।
দেও তুমি যত দুঃখ
তবেও ভালোবাসা চাই তোমার।
চাইনা সুখের কনা,
দিতে যদি দূখের ভার?
চাইনি দামি কিছু,
চেয়েছি তোমার ভালোবাসা।
আমি অতি ক্ষিন ও তুচ্ছ।
দিও তুমি কষ্ট যত।
তবেও দিওনা হৃদয়
অনিচ্ছায় ভালোবাসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৈয়দ শরীফ ১৯/০৫/২০১৬অসাধারণ
-
রুহুল আমীন রৌদ্র. ১৬/০৯/২০১৫বানান গুলো দেখে নিন।
বাকিটা ভাল লাগলো। -
ইমরান কবির রুপম ০৮/০৯/২০১৫খুব ভাল লাগল
-
সূর্য মুহাম্মাদ জান ০২/০৯/২০১৫ভালো হয়েছে । আমার পাতার আমন্ত্রণ রইলো
-
নীরব রাজ ৩১/০৮/২০১৫বানান এর দিকে খেয়াল রাখবেন
-
জহরলাল মজুমদার ৩০/০৮/২০১৫ভাল
-
কিশোর কারুণিক ৩০/০৮/২০১৫ভাল