সৃতি দিবশ
সুপ্ত প্রেমময় শান্ত জলে শিনান করেছিল হৃদয়।
হাতে তার রক্ত গোলাপ।
তোমার চুলে ছিলো বেলি ফুল জরান।
চারিদিকে কিশের যেন শুগন্ধ।
আর তোমার নয়নে ছিল করুনা ময় ভালোবাসা।
এই তো সে দিন যেদিন তুমি এসে ছিলে।
দিয়েছিলে তোমার হৃদয়ের অনাকাংখিত ভালোবাসা।
এইতো শেই দিন যেদিন তুমি হারিয়ে গেছিলে
কোথাও অযানায়।
আজ তুমি কোথায়। আমি বর একা।
আজ বর ইচ্ছা হয় তোমাকে দেখতে।
আজ বর ইচ্ছা হয় তোমায় ভালোবসতে।
যানি তুমি আসবেনা।
সৃতির অস্ত্রু জলে ভাসবেনা।
তবে কেন ভাসালে আমায় প্রেমে জলে?
যানি তুমি কিছুই বলবেনা।
কারন তোমার মুখে ভাসানেই।
তুমি আসবে না তোমার আসার পথনেই।
সবই হারিয়েছো এই দিনে।
হাতে তার রক্ত গোলাপ।
তোমার চুলে ছিলো বেলি ফুল জরান।
চারিদিকে কিশের যেন শুগন্ধ।
আর তোমার নয়নে ছিল করুনা ময় ভালোবাসা।
এই তো সে দিন যেদিন তুমি এসে ছিলে।
দিয়েছিলে তোমার হৃদয়ের অনাকাংখিত ভালোবাসা।
এইতো শেই দিন যেদিন তুমি হারিয়ে গেছিলে
কোথাও অযানায়।
আজ তুমি কোথায়। আমি বর একা।
আজ বর ইচ্ছা হয় তোমাকে দেখতে।
আজ বর ইচ্ছা হয় তোমায় ভালোবসতে।
যানি তুমি আসবেনা।
সৃতির অস্ত্রু জলে ভাসবেনা।
তবে কেন ভাসালে আমায় প্রেমে জলে?
যানি তুমি কিছুই বলবেনা।
কারন তোমার মুখে ভাসানেই।
তুমি আসবে না তোমার আসার পথনেই।
সবই হারিয়েছো এই দিনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সূর্য মুহাম্মাদ জান ৩০/০৮/২০১৫ভালো