মেঘে ডাকা আলো
মেঘে ডাকা আলো
_____আবুল হাসান
সারা আকাশ টা মেঘে ডাকা,
কালো মেঘ!
ক্ষনে ক্ষনে বিদুৎ চমকাচ্ছে।
কিছুক্ষনেই বৃষ্টির
জলধারা দেখা জাবে।
হয়তো তার ওপারে আলো।
তবে সে আলো
পেতে যত বাধা বিপত্তি।
না যানি কেমন পথ,
কেমন আলো রাসি।
যে নবিনের বয়স টা
তেরো থেকে তেইশ।
আলোর সন্ধানে করছে হুতাস।
নবিন তো তাকেই করল মিনতি।
যে মেঘ জলে ভিজে বিজে
আলো দেখাতে ভুলে গেছে।
যে মেঘ আলোর মাঝে হারিয়ে
গেছে।
হয়তো আলো পেল খুজে,
তবে সেতো আলো নয়!
যেন বিরহ বেদনা।
_____আবুল হাসান
সারা আকাশ টা মেঘে ডাকা,
কালো মেঘ!
ক্ষনে ক্ষনে বিদুৎ চমকাচ্ছে।
কিছুক্ষনেই বৃষ্টির
জলধারা দেখা জাবে।
হয়তো তার ওপারে আলো।
তবে সে আলো
পেতে যত বাধা বিপত্তি।
না যানি কেমন পথ,
কেমন আলো রাসি।
যে নবিনের বয়স টা
তেরো থেকে তেইশ।
আলোর সন্ধানে করছে হুতাস।
নবিন তো তাকেই করল মিনতি।
যে মেঘ জলে ভিজে বিজে
আলো দেখাতে ভুলে গেছে।
যে মেঘ আলোর মাঝে হারিয়ে
গেছে।
হয়তো আলো পেল খুজে,
তবে সেতো আলো নয়!
যেন বিরহ বেদনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুহুল আমীন রৌদ্র. ১২/০৯/২০১৫
-
মেহেদী হাসান (নয়ন) ০৬/০৯/২০১৫valo laglo kobi..pathai amontron roylo
-
সুহেল ইবনে ইসহাক ০৩/০৯/২০১৫Nice
-
রুহুল আমীন দুর্জয় ০৩/০৯/২০১৫এত্তো সুন্দর!
ভাল লাগলো এ দীপ্ত কবিতাটি।