ব্যাথার দান
ব্যাথার দান
প্রতিটি সকাল শুরু রক্ত আলো
ভোরে,
তোমার আমায় ভালোবাসা পদ্য
পাতার ভরে।
এতো যে আঘাত এতো বেদনা সুপ্ত
হৃদয় প্রেমে।
তুবুও বলছে হৃদয় তুমি আসবে ফিরে।
ভালোবাসা যার ব্যাথা ওযে
তার,
করছে তার ভাগ।
হয়তো বুঝি সহৃদয়ে মায়া বিন্দুর
অভাব।
এইতোবুঝি ভালবাসা প্রেমের
বদলে জল।
নিশ্চয় তবে ব্যাথার বদলে
ভালোবাসার
মিষ্টি অনরগল।
সেও বুঝিবে এই বেদনা প্রেমের
অনরগলে।
কি দিয়ে ছিলাম ভুলি তাহারে,
কি দিলো আমারে।
সংক্ষিপত......।
প্রতিটি সকাল শুরু রক্ত আলো
ভোরে,
তোমার আমায় ভালোবাসা পদ্য
পাতার ভরে।
এতো যে আঘাত এতো বেদনা সুপ্ত
হৃদয় প্রেমে।
তুবুও বলছে হৃদয় তুমি আসবে ফিরে।
ভালোবাসা যার ব্যাথা ওযে
তার,
করছে তার ভাগ।
হয়তো বুঝি সহৃদয়ে মায়া বিন্দুর
অভাব।
এইতোবুঝি ভালবাসা প্রেমের
বদলে জল।
নিশ্চয় তবে ব্যাথার বদলে
ভালোবাসার
মিষ্টি অনরগল।
সেও বুঝিবে এই বেদনা প্রেমের
অনরগলে।
কি দিয়ে ছিলাম ভুলি তাহারে,
কি দিলো আমারে।
সংক্ষিপত......।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ০৩/০৯/২০১৫অনেক ভালো একটা কবিতা মন ভরে গেলো।