না দেখিলে আবুল বাশার শেখ
না দেখিলে
আবুল বাশার শেখ
না দেখিলে প্রাণ বাঁচেনা
কেমনে একা ঘরে রই,
না বলা এই মনের কথা
বন্ধু বিনে কারে কই।।
ভালুকাতে বাড়ি আমার
বাদেপুরুড়া ঠিকানা,
আবুল বাশার গানের সুরে
চলছি দেখ অজানা।।
রাস্তা ঘাটে পাই যারে
জিজ্ঞাসীয়া গানের সুরে
কোথায় তারে পাব খোঁজে
যার প্রেমে উতলা হই।।
গাও গেরামে থাকি আমি
গ্রামেই আমার বসতি,
সহজ সরল পোলা আমি
করিনা কারোও ক্ষতি।।
একটুখানি প্রেমের কাঙাল
মনরে বলি সামাল সামাল
শ্যাম বন্ধু আসিবে কবে
আশায় পথ চেয়ে রই।।
E-mail : [email protected]
আবুল বাশার শেখ
না দেখিলে প্রাণ বাঁচেনা
কেমনে একা ঘরে রই,
না বলা এই মনের কথা
বন্ধু বিনে কারে কই।।
ভালুকাতে বাড়ি আমার
বাদেপুরুড়া ঠিকানা,
আবুল বাশার গানের সুরে
চলছি দেখ অজানা।।
রাস্তা ঘাটে পাই যারে
জিজ্ঞাসীয়া গানের সুরে
কোথায় তারে পাব খোঁজে
যার প্রেমে উতলা হই।।
গাও গেরামে থাকি আমি
গ্রামেই আমার বসতি,
সহজ সরল পোলা আমি
করিনা কারোও ক্ষতি।।
একটুখানি প্রেমের কাঙাল
মনরে বলি সামাল সামাল
শ্যাম বন্ধু আসিবে কবে
আশায় পথ চেয়ে রই।।
E-mail : [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৮/০৩/২০১৫
-
পিয়ালী দত্ত ২৪/০৩/২০১৫ভাল লাগল
-
সাইদুর রহমান ২৪/০৩/২০১৫খুবই ভালো লাগলো
গ্রামের কবিতাটি। -
প্রদীপ কুমার ২৩/০৩/২০১৫nice....
-
স্বপন রোজারিও(১) ২৩/০৩/২০১৫খুব সুন্দর গ্রামের কবিতা।
-
আনন্দ মোহন বিশ্বাস ২৩/০৩/২০১৫ভাল লেখা
-
তুষার রায় ২৩/০৩/২০১৫ছন্দে ছন্দে.........শুভ কামনা রইল
-
তরুন ইউসুফ ২৩/০৩/২০১৫খারাপ না
-
রক্তিম ২৩/০৩/২০১৫বাহ বেশ সুন্দর তো।
সুন্দর ।