আমার মায়ের ঘুমপাড়ানি গল্প
- মোহাম্মদ আবুল হোসেন
আমার মায়ের ঘুমপাড়ানি গল্প বলি শোন
হয়তো বলবে, নয়তো নতুন গল্প এটা কোন।
বন্ধু, আমার মা যখনই মাথায় বোলান হাত
হোক না দুপুর কিংবা বিকেল-রাত
অমনি আমি ঘুমিয়ে পড়ি কষ্টগুলো হাওয়া
এমন মধুর মিষ্টি ছোঁয়া যায় কোথা আর পাওয়া!
মায়ের কাছে গল্প শুনিÑ নওতো তুমি রাজার ছেলে
খাটতে হবে, পড়তে হবে, একটু সময় পেলে।
যতই মায়ের কথা শুনি মধুর মতো লাগে
ভেঙে পড়া দেহমনে খুশির জোয়ার জাগে।
জোছনা রাতে চাঁদ দেখিয়ে বলতো আমার মাÑ
যাবি খোকা চাঁদের দেশে, সাধ্যি হলে যা!
চাঁদের গায়ে বসত গড়বে এই দুনিয়ার মানুষ
তুই তো খোকা সেথায় যাবি, উড়িয়ে মজার ফানুস।
সবাই তোকে ধন্যি বলবে, বলবে এই তো চাই
তোর মুখেতে তাকিয়ে আমি স্বর্গ দেখতে পাই।
মা বলেন, তুই চড়কাবুড়ির জামাই হবি
তোকে নিয়ে হাসবে আকাশ, হাসবে রাঙা রবি।
মা তো আমার ঘুমায় গাঁয়ে ভাঙা ছোট্ট নীড়ে
ফাঁক দিয়ে তায় জোছনারা ভাই বেজায় ভিড়ে
করে লুটোপুটি। হারাই আমি তাতে
মায়ের কোলে গল্প শুনি, সকাল-সন্ধ্যা-রাতে।
আমার মায়ের ঘুমপাড়ানি গল্প বলি শোন
হয়তো বলবে, নয়তো নতুন গল্প এটা কোন।
বন্ধু, আমার মা যখনই মাথায় বোলান হাত
হোক না দুপুর কিংবা বিকেল-রাত
অমনি আমি ঘুমিয়ে পড়ি কষ্টগুলো হাওয়া
এমন মধুর মিষ্টি ছোঁয়া যায় কোথা আর পাওয়া!
মায়ের কাছে গল্প শুনিÑ নওতো তুমি রাজার ছেলে
খাটতে হবে, পড়তে হবে, একটু সময় পেলে।
যতই মায়ের কথা শুনি মধুর মতো লাগে
ভেঙে পড়া দেহমনে খুশির জোয়ার জাগে।
জোছনা রাতে চাঁদ দেখিয়ে বলতো আমার মাÑ
যাবি খোকা চাঁদের দেশে, সাধ্যি হলে যা!
চাঁদের গায়ে বসত গড়বে এই দুনিয়ার মানুষ
তুই তো খোকা সেথায় যাবি, উড়িয়ে মজার ফানুস।
সবাই তোকে ধন্যি বলবে, বলবে এই তো চাই
তোর মুখেতে তাকিয়ে আমি স্বর্গ দেখতে পাই।
মা বলেন, তুই চড়কাবুড়ির জামাই হবি
তোকে নিয়ে হাসবে আকাশ, হাসবে রাঙা রবি।
মা তো আমার ঘুমায় গাঁয়ে ভাঙা ছোট্ট নীড়ে
ফাঁক দিয়ে তায় জোছনারা ভাই বেজায় ভিড়ে
করে লুটোপুটি। হারাই আমি তাতে
মায়ের কোলে গল্প শুনি, সকাল-সন্ধ্যা-রাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ৩০/০৬/২০১৫অসাধারণ।
-
সবুজ আহমেদ কক্স ১৭/০৫/২০১৫ভাল লাগলো পড়ে
-
শাহাদাত হোসেন রাতুল ১৭/০৫/২০১৫অসাদারন
-
আব্দুল মান্নান মল্লিক ১৬/০৫/২০১৫খুব সুন্দর