আত্মনিবেদন ০২
০৬
সাগরের বুকে নুন মিশে হল খুন,
কাঠের বুকেতে মিশে ঘুমায় আগুন।
আকাশ যমীনে মিশে
দোহে হারায়েছে দিশে,
তোমাতে হারাব যেন বাতাসে বেলুন।
০৭
সূর্য্যের পানে ঘাড় ঘুরায়ে সঘন,
আয় আয় ডাকে প্রিয় বাঁকায়ে নয়ন।
কত দুখে হবে দুখী,
বেহায়া সূর্য্যমুখী।
তবুও পাবার আশে যাচে ও চরণ।
০৮
মরণ বিশখা এই যমুনার জলে,
লেখা হয়ে গেছে বুঝি-বুঝি পলে পলে।
প্রভাতে হেরিলে লাশ,
মুছোনা নয়ন পাশ,
সখিরে ডাকিও চুপে স্নানের ছলে।
০৯
চকোর চাঁদেরে হেরি কাঁদে সারা রাতি,
একবার বুকে আয় ফেটে যায় ছাতি।
ঘুচে নাকো ব্যবধান,
কোথা জমি-আসমান।
প্রেমহীন শশী গুনে কুল-মান-জাতি।
১০
প্রথম দেখার ক্ষণ ভাসে না মানসে,
শুভ সে লগন ঢাকা স্মৃতি-ঘন-ঘাসে।
প্রভাকর পা দুখানি,
ঘিরে মন, ঘুরে ঘানি,
পৃথিবী যেমন ঘুরে সুর্য্যের পাশে।
১১
আমার চরণ পরে তোমার চরণ,
আমার জবানে শুনি তোমার বচন।
হরি-হর সুরাকার,
এক দেহ দুজনার,
তোমার গগণে ঢাকা আমার গগণ।
(১ থেকে ৫ পর্যন্ত পূর্বের পোস্টে দেওয়া হয়েছে)
সাগরের বুকে নুন মিশে হল খুন,
কাঠের বুকেতে মিশে ঘুমায় আগুন।
আকাশ যমীনে মিশে
দোহে হারায়েছে দিশে,
তোমাতে হারাব যেন বাতাসে বেলুন।
০৭
সূর্য্যের পানে ঘাড় ঘুরায়ে সঘন,
আয় আয় ডাকে প্রিয় বাঁকায়ে নয়ন।
কত দুখে হবে দুখী,
বেহায়া সূর্য্যমুখী।
তবুও পাবার আশে যাচে ও চরণ।
০৮
মরণ বিশখা এই যমুনার জলে,
লেখা হয়ে গেছে বুঝি-বুঝি পলে পলে।
প্রভাতে হেরিলে লাশ,
মুছোনা নয়ন পাশ,
সখিরে ডাকিও চুপে স্নানের ছলে।
০৯
চকোর চাঁদেরে হেরি কাঁদে সারা রাতি,
একবার বুকে আয় ফেটে যায় ছাতি।
ঘুচে নাকো ব্যবধান,
কোথা জমি-আসমান।
প্রেমহীন শশী গুনে কুল-মান-জাতি।
১০
প্রথম দেখার ক্ষণ ভাসে না মানসে,
শুভ সে লগন ঢাকা স্মৃতি-ঘন-ঘাসে।
প্রভাকর পা দুখানি,
ঘিরে মন, ঘুরে ঘানি,
পৃথিবী যেমন ঘুরে সুর্য্যের পাশে।
১১
আমার চরণ পরে তোমার চরণ,
আমার জবানে শুনি তোমার বচন।
হরি-হর সুরাকার,
এক দেহ দুজনার,
তোমার গগণে ঢাকা আমার গগণ।
(১ থেকে ৫ পর্যন্ত পূর্বের পোস্টে দেওয়া হয়েছে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৬/০৬/২০১৫সবগুলোই খুব সুন্দর ।
-
দ্বীপ সরকার ২০/০৬/২০১৫ভালো।
-
জে এস সাব্বির ২০/০৬/২০১৫খুব ভাল লাগল ।