আত্মনিবেদন
০১
কবিতার মাথা মুণ্ডুু কিছুই জানিনা ,
ছন্দের ছলে শুধু জপি পিয়া পিয়া।
স্মৃতির নলিচা ধরে,
চোখে আসে জল ভরে,
তখন কথাটি জুটে জোড়া তালি দিয়া।
০২
কত নির্বন্ধ লেখো, ওহে প্রজাপতি,
আমারে যে একা রাখ করেছি কি ক্ষতি।
জানত হে হৃদ -গামী,
কাকে ভালবাসি আমি,
ত্বরিৎ লিখ হে। পদে নম নম অতি।
০৩
সবুজ শাড়িতে ঢাকা মাঠজুড়া খাকি,
আকাশটা তোর নীল ওড়নাতে ঢাকি,
কে দিল ? অবাক হই !
আমাতে কি আমি নই?
জলে দেখি রূপ তোর ! মরীচিকা নাকি ?
০৪
(তুমি) বিদ্যাদেবী সরস্বতী, বিদ্যা- পারাবার,
ওই সাগরে ডুবে মরি, পদে নমস্কার।
তোমার নামে মালা গলে,
তোমার ধ্যানে আলো জ্বলে,
ভবপারের অন্ধকারে দেখি পরিষ্কার।
০৫
আদমের মনে ব্যথা বুঝেনা সে নিজে,
খালি খালি লাগে বুক হারায়েছে কী যে !
মৃদু হেসে করতার,
দিল ‘হাওয়া’- প্রতিকার।
আমার ওষুধ তুমি, ব্যথা তুমি নিজে।
( লিমেরিক গুলোর সমালোচনা চাই)
কবিতার মাথা মুণ্ডুু কিছুই জানিনা ,
ছন্দের ছলে শুধু জপি পিয়া পিয়া।
স্মৃতির নলিচা ধরে,
চোখে আসে জল ভরে,
তখন কথাটি জুটে জোড়া তালি দিয়া।
০২
কত নির্বন্ধ লেখো, ওহে প্রজাপতি,
আমারে যে একা রাখ করেছি কি ক্ষতি।
জানত হে হৃদ -গামী,
কাকে ভালবাসি আমি,
ত্বরিৎ লিখ হে। পদে নম নম অতি।
০৩
সবুজ শাড়িতে ঢাকা মাঠজুড়া খাকি,
আকাশটা তোর নীল ওড়নাতে ঢাকি,
কে দিল ? অবাক হই !
আমাতে কি আমি নই?
জলে দেখি রূপ তোর ! মরীচিকা নাকি ?
০৪
(তুমি) বিদ্যাদেবী সরস্বতী, বিদ্যা- পারাবার,
ওই সাগরে ডুবে মরি, পদে নমস্কার।
তোমার নামে মালা গলে,
তোমার ধ্যানে আলো জ্বলে,
ভবপারের অন্ধকারে দেখি পরিষ্কার।
০৫
আদমের মনে ব্যথা বুঝেনা সে নিজে,
খালি খালি লাগে বুক হারায়েছে কী যে !
মৃদু হেসে করতার,
দিল ‘হাওয়া’- প্রতিকার।
আমার ওষুধ তুমি, ব্যথা তুমি নিজে।
( লিমেরিক গুলোর সমালোচনা চাই)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বাতী ভট্টাচার্য্য ১৯/০৬/২০১৫অন্যরকম
-
T s J ১৩/০৬/২০১৫Nice