রিক্ত ধারস্তী
রিক্ত ধারস্তী,
তব গাঙে প্রপাত শুদ্ধ আমি কেন
আড়স্ত ?
রাঙা স্রোতস্বীনি ডাকছে তোমায়
সাথে নিও তোমার কোলের ঐ ঝিনুক
সজলটি ।
তব বিহম্বল অম্বর ছুড়ে ফেলে দিও
ঐ সঙ্গ শৈবালের ভুজুঙ্গ ।
বিটপীর
ছায়া তোমায়
করেছে কালো ছেয়ে দেখো স্রোতস্বীনিতে আছে আলো,
রিক্ত ধারস্তী,সাথে নিও এই মাটির
মানুষটি কে ...
তব গাঙে প্রপাত শুদ্ধ আমি কেন
আড়স্ত ?
রাঙা স্রোতস্বীনি ডাকছে তোমায়
সাথে নিও তোমার কোলের ঐ ঝিনুক
সজলটি ।
তব বিহম্বল অম্বর ছুড়ে ফেলে দিও
ঐ সঙ্গ শৈবালের ভুজুঙ্গ ।
বিটপীর
ছায়া তোমায়
করেছে কালো ছেয়ে দেখো স্রোতস্বীনিতে আছে আলো,
রিক্ত ধারস্তী,সাথে নিও এই মাটির
মানুষটি কে ...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাবিক ২৪/১০/২০১৪ভালো লেগেছে।
-
শিমুল শুভ্র ২৪/১০/২০১৪বেশ ভালো লাগলো ।